অয়েলি স্কিনের জন্য টিপস😍😍
অয়েলি স্কিনের জন্য ক্লিনজিং, টোনিং ও ময়েস্চারাইজিং নিয়মিত প্রয়োজন। এটাই প্রথম এবং গুরুত্বপূর্ণ শর্ত। এক্ষেত্রে আপনি ক্লিনজিং এর জন্য ভালো একটা ফেসওয়াস ব্যবহার করতে পারেন। টোনিং এর জন্য ঠান্ডা গ্রীন টি লিকার বা টমোটোর জুস ও মধু মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। আর শশা ময়েস্চারাইজার হিসেবে ত্বকের জন্য অনবদ্য। এছাড়া চটজলদি তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য শশার রসের সঙ্গে মধু মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট মুখে মেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
দিনে ৫/৬ বার ঠান্ডা পানিতে ভালো করে মুখ ধুতে হবে। মুখ ধোওয়ার পানিতে এক চিমটে লবন দিয়ে নিতে পারেন। লবন ত্বক থেকে বাড়তি তেল শোষন করে নেয়। অয়েলি স্কিনের জন্য একটি ফেসিয়াল ক্লিনজার কিনুন। সবসময় হারবাল্ প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবেন। যখনই মুখ ধোবেন তরপর নরম তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন। কখনই স্কিনের ওপর বেশি ঘষাঘষি করবেন না তাতে করে মুখের স্কিনে প্রেসার পরে। মুখের স্কিন খুব নরম ও পাতলা হয়।
সপ্তাহে ২/৩ দিন মুখে বরফ ঘষুন।তাছাড়া অয়েল কন্ট্রোল করতে ঘরেই বানিয়ে ফেলতে পারেন ফেসওয়াস।এর জন্য যা লাগবে👉👉
- Johnson’s baby face wash (2 tea spoon)
2 . মুলতানি মাটি (৩ চা চামচ) - গোলাপ জল (৫ চা চামচ)
- কুসুম গরম পানি (৫ চা চামচ)
এগুলা একসাথে মিক্স করে নিতে হবে।এরপর একটা বোতলে বা বয়ামে রেখে দিবেন।যখন মুখ ধুবে তখন এই ফেসওয়াসটি দিয়েই মুখ ধুয়ে নিবে।১ সপ্তাহের জন্য বানিয়ে রাখতে পারবেন।
আরও জানতে আমাদের সাথেই থাকুন ☺☺
Related Posts
How to prevent hair loss – চুল পড়া কি বেড়ে গেছে? আধুনিক সব ট্রিটমেন্টের পরেও চুল পাতলা হয়ে যাচ্ছে? নানা কারণে চুল পড়া বেড়ে যেতে পারে। যেমন ধরুন- পরিবেশ দূষণ, বয়স, স্ট্রেস, স্মোকিং, পুষ্টির অভাব, হরমোনাল ইমব্যালেন্স, জেনেটিক কারণ, স্কাল্প ইনফেকশন, হেয়ার প্রোডাক্টের মাত্রাতিরিক্ত ব্যবহার, বেশ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, থাইরয়েড, অটোইমিউন ডিজিজ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, […]
পুষ্টিগুণে সমৃদ্ধ ডিম স্বাস্থ্যের জন্য দারুন উপকারী।অনেকের হয়তো জানা নেই, ডিমের সাদা অংশ ও কুসুমে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান ত্বক ও চুল পরিচর্যায় দারুন কাজ করে। তৈলাক্ত ত্বক, মুখের অবাঞ্ছিত লোম বা ব্রণের সমস্যা দূর করতে এটি কাজে লাগতে পারেন। তেমনি চুলের যত্নেও ডিমের ভূমিকা অনেক। ত্বক ও চুলের যত্নে ডিমের ব্যবহার ত্বকের যত্নে […]
ত্বকের জন্য চালধোয়া পানি কতটা উপকার জানেন?ত্বকের জন্য চালধোয়া পানি! শুনতে অবাক লাগলেও এটা আসলেও সত্যি। চালধোয়া পানিরও আছে নানান গুণ। যেমন সজীব ত্বকের জন্য চালধোয়া পানি ব্যবহার করেন।অনেকেই রান্নার আগে চাল ধুয়ে পানি ফেলে দেন। এখন থেকে এমনটা আর না করে বরং তা কাজে লাগান। ত্বক থেকে স্বাস্থ্য সব কিছুরই খেয়াল রাখবে চালধোয়া পানি। […]
চুল পড়া ছেলেমেয়ে উভয়েরই রোজকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিনিয়ত এই সমস্যাই ভুগছি। চুল পড়া রোধে দামি দামি ওষুধ ও প্রসাধনী ব্যবহার করে থাকি। কিন্তু কিছুতেও কিছু হয় না। তবে চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে। কারণ ভেদেই মূলত চুল পড়া সমস্যার সমাধান করাটাই ভালো। তবে পেয়ারা পাতার ব্যবহারে আপনি পেতে পারেন জাদুকরী সমাধান।পেয়ারা পাতায় অ্যান্টি […]
হাত,পা ও বডি ফর্সা করার ঘরোয়া নিয়ম 😍😍😍 অনেক আপুরা জানতে চেয়েছেন কিভাবে হাত, পা ফর্সা করা যায়। তাই তাদের জন্য আমার এই ছোট টিপস।আমাদের অনেকের মুখের চেয়ে হাত পা কালো। দেখতে খারাপ দেখা যায় তাই তারা এই প্যাক টা ইউজ করবে ।এই প্যাক ইউজ এ আপনার ত্বকের মরা কোষ দূর করবে, স্ক্রিন glowing করবে, […]