Skip to content

কৃষি তথ্য সার্ভিস ও খামারবাড়ি নিয়োগ

    কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার অধীন রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে আট ক্যাটাগরির পদে ১২ থেকে ১৮তম গ্রেডে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    কৃষি তথ্য সার্ভিস ও খামারবাড়ি নিয়োগ

    • ১. পদের নাম: সহকারী সম্পাদক
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: স্নাতক ডিগ্রি। সাংবাদিকতা, সম্পাদনার অভিজ্ঞতাসহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে।
      বয়স: ৩০ বছর
      বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)
    • ২. পদের নাম: কম্পোজিটর
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: এইচএসসি পাস। যেকোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ব্যতিক্রমধর্মী প্রার্থীদের কম্পিউটার টাইপে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৩৫ শব্দ গতির দক্ষতা থাকতে হবে।
      বয়স: ৩০ বছর
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    • ৩. পদের নাম: ক্যারিয়ার কাম অ্যাকাউন্ট্যান্ট
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: এইচএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে।
      বয়স: ৩০ বছর
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    • ৪. পদের নাম: প্রুফ রিডার
      পদসংখ্যা: ২
      যোগ্যতা: এইচএসসি পাস। যেকোনো খ্যাতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে (স্বনামধন্য প্রেস/দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার অন্যূন পাঁচ বছরের অভিজ্ঞতা) বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।
      বয়স: ৩০ বছর
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    • ৫. পদের নাম: প্রেরক
      পদসংখ্যা: ২
      যোগ্যতা: এইচএসসি পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
      বয়স: ৩০ বছর
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    • ৬. পদের নাম: পেইন্টার
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: এসএসসি পাস। দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে (ডিজিটাল পেইন্টিং কাজে অন্যূন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে) শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস বা জেএসসি সার্টিফিকেট থাকতে হবে।
      বয়স: ৩০ বছর
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    • ৭. পদের নাম: কার্পেন্টার
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদসহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
      বয়স: ৩০ বছর
      বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
    • ৮. পদের নাম: ডার্করুম সহকারী
      পদসংখ্যা: ১
      যোগ্যতা: এসএসসি পাস। যেকোনো খ্যাতিসম্পন্ন সরকারি/আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমধর্মী অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে (সিটিপি–কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার অন্যূন পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন) শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস/ জেএসসি সার্টিফিকেট থাকতে হবে।
      বয়স: ৩০ বছর
      বেতন স্কেল: ৮,৮০০-২০,০১০ টাকা (গ্রেড-১৮)
    কৃষি তথ্য সার্ভিস ও খামারবাড়ি নিয়োগ

    বয়সসীমা

    ৪ জুন ২০২৪ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

    আবেদন যেভাবে
    আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের অনলাইন জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

    আবেদন ফি
    অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদনের শেষ সময়: ৫ সেপ্টেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

    কৃষি তথ্য সার্ভিস ও খামারবাড়ি নিয়োগ