নখ ভেঙে যাওয়া রোধঃ💅
কারো কারো নখ খুব সামান্য বড় হলেই ভেঙে যায়। আর নখের ভেঙে যাওয়া রোধে যা করণীয়, ১ লিটার নরমাল পানিতে ৪ চা চামচ লবন মিশিয়ে তাতে নখ ডুবিয়ে রাখুন(১৫ মিনিট) তারপর একটা শুকনো কাপড় দিয়ে হাত ভালো করে মুছে ফেলুন। এতে নখ ভেঙে যাওয়া রোধ হবে।
নখের নেলপলিশ দীর্ঘস্থায়ী করুনঃ💅
পছন্দের নেলপলিশ দেওয়ার পর দ্রুত উঠে যাওয়াটা সাভাবিক। নেলপলিশ নখে লাগানোর আগে তুলায় করে একটু ভিনেগার নিয়ে নখে লাগান। এরপর পছন্দের নেলপলিশ ব্যবহার করুন। এতে দীর্ঘদিন গেলেও নেলপলিশ উঠবে না☺
Leave a Comment