গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ কি
পিরিয়ড মিস হওয়ার আগে গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ:
কিছু মহিলাদের প্রেগনেন্সি টেস্ট করার আগেই সব ধরনের লক্ষণ শুরু হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে অল্প বা কোনো লক্ষণই দেখা যায় না। সাধারণ লক্ষণগুলো হলো –
- পিরিয়ড মিস হওয়া
- ক্লান্তি/অবসাদ বোধ করা
- ব্যাসাল বডির(Basal body) তাপমাত্রা বেড়ে যাওয়া
- স্তনের পরিবর্তন (বড় হয়ে যাওয়া বা অন্যরকম বোধ করা)
- খুব অল্প পরিমাণে রক্তক্ষরণ (ইমপ্লান্টেশেনের কারণে)
- সার্ভিকাল শ্লেষ্মার (Mucus) পরিবর্তন
- ঘন ঘন প্রস্রাবের বেগ
- মেজাজ পরিবর্তন
- পেট ফুলে যাওয়া
- বুক জ্বালাপোড়া করা
- সকালে বমি বমি ভাব বা বমি হওয়া (মর্নিং সিকনেস)
- খাবারে অনীহা
- অতিরিক্ত লালা তৈরি হওয়া