শিশুর কাশি হলে করণীয় কি ?
-শিশু বয়সের বেশির ভাগ কাশি ভাইরাসজনিত। আপনাআপনি সেরে যায়। কখনো বা দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। চিকিৎসক ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ মনে না করলে অ্যান্টিবায়োটিক দেন না।
-বাজার থেকে কেনা কফ-কাশির সিরাপ মেডিসিন নিতান্ত অপ্রয়োজনীয়। বিশেষ করে ছয় বছর বয়সের কম বয়সী শিশুর ক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ।
-গরম পানির ধোঁয়া বা ভাপ নেওয়া।
-নিরাপদ উপায়ে কাশির প্রশমন যেমন শিশুকে লেবুমিশ্রিত পানি, হালকা চা, তুলসীপাতার রস, মধু—এসব খাওয়ানো।