শিশুর কাশি হলে করণীয় কি ?
সর্দি-কাশি থেকে শিশুকে মুক্তি দিতে যেসব ঘরোয়া চিকিৎসা মেনে চলবেন
- শরীরকে উষ্ণ রাখার চেষ্টা করুন।
- পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের ব্যবস্থা করুন।
- হালকা গরম পানি দিয়ে শরীর স্পঞ্জ করান।
- বুকের দুধ এবং তরল পানীয় পান করান।
- ১ বছরের বেশি বয়সী শিশুদের স্যুপ খাওয়ান।
- ২ বছরের বেশি বয়সী বাচ্চাদের ১ থেকে ২ গ্লাস কমলালেবুর রস পান করান।