175 viewsEducationBOU

জেসএসসি, জেডিসি কিংবা অষ্টম শ্রেণি পাস না করেও এসএসসিতে ভর্তির সুযোগ করে দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), তবে এক্ষেত্রে অংশ নিতে হবে ভর্তি পরীক্ষায়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের ২০২৪–২৫ শিক্ষাবর্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে গত ২০ জানুয়ারি ২০২৪। যা চলবে মার্চ ২০, ২০২৪ পর্যন্ত।

BOU ssc admission

ভর্তির যোগ্যতা

  • জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস/উত্তীর্ণ হতে হবে।
  • অথবা যেসব শিক্ষার্থীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের সনদ নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবে, এ ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম ১৪ বছর (৩১/১২/২০২৩ তারিখে)। এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ জন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর দুই কপি ছবি।
  • জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস/উত্তীর্ণের সনদ।
  • জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
  • ভর্তি ও অন্যান্য ফি: ৪৬৯৫ টাকা

জেনে রাখো

  • অষ্টম শ্রেণি বা সমমান পাসের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ প্রদত্ত সনদ, জাতীয় পরিচয় পত্র/অনলাইন জন্মনিবন্ধন অনুযায়ী এক হতে হবে।
  • জেএসসি/জেডিসি পাসের ক্ষেত্রে জেএসসি/জেডিসি সনদ অনুযায়ী হতে হবে।
  • সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে।
  • ২০০৯ সালের আগে অষ্টম শ্রেণি/সমমানের ক্ষেত্রে আবেদনকারীর জন্ম তারিখ সর্বনিম্ন ৩১ ডিসেম্বর ১৯৯৭ তারিখ হতে হবে।
  • ভতি৴র আবেদনপত্র জমার শেষ তারিখ: ২০ মার্চ ২০২৪

সরাসরি অনলাইনে ভর্তির জন্য ভিজিট করো: osapsnew.bou.ac.bd

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: bou.ac.bd

careerbd Changed status to publish March 15, 2024

0 Answers

Write your answer.
JOBS
FREELANCING
EDUCATION
CONTRIBUTION
Language »