কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

  • Post category:Celebrity
  • Post last modified:27/08/2020

বলিউড সেনসেশন আনুশকা শর্মা মা হতে চলেছেন।বৃহস্পতিবার আনুশকা শর্মা ও বিরাট কোহলির ভিন্ন ভিন্ন টুইটবার্তার বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

সে হিসাবে বিয়ের আড়াই বছরের বেশি সময় পর প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন এই ভারতের তারকা দম্পতি।

Read Also:  tiger 3 তে সালমান খানের বিপরীতে ক্যাটরিনা কাইফ

বৃহস্পতিবার এক টুইট বার্তায় আনুশকা শুধু সুখবরই জানাননি, নতুন অতিথির আগমনের সময়টাও জানিয়ে দিয়েছেন।

টুইটে নিজেদের হাসিমাখা ছবি পোস্ট করে আনুশকা লিখেছেন– ‘অতঃপর আমরা তিনজন! আসছে ২০২১ সালের জানুয়ারিতে!’

Read Also:  সিবিআই এর হাতে সুশান্ত সিং রাজপূত এর তদন্ত

আর একই ছবি ও একই বার্তা টুইট করেছেন বিরাট কোহলিও। বোঝাই যাচ্ছে, বাবা হতে চলার অনুভূতি প্রকাশে পিছিয়ে থাকতে মোটেই রাজি নন তিনি।

Read Also:  চরম নাটকীয়তা শেষে মেসি নাটকের অবসান

নিজের অফিশিয়াল ফেসবুক ও টুইটারে পোস্ট করা এ ছবির ক্যাপশনে ভারতীয় অধিনায়ক লিখেছেন– ‘এখন থেকে আমরা তিনজন। আসবে জানুয়ারি ২০২১।’

Related Posts

দক্ষিনী সিনেমায় বিদ্যা বালান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। চিত্রনাট্যের প্রয়োজনে নানা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে নায়িকা সাহসী চরিত্রের জন্য ব্যাপক আলোচিত। বরাবরের মতো এবারো ভক্তদের চমক দিতে সিনেপর্দায় ভিন্ন চরিত্রে হাজির হবেন এই চিত্রতারকা।শোনা যাচ্ছে, তেলেগু নির্মাতা পরশুরাম তার আগামী সিনেমা ‘সরকারু ভারু পাতা’র ঘোষণা দিয়েছেন। এতে জুটি বেঁধেছেন মহেশ বাবু ও কীর্তি সুরেশ। আর সিনেমায় মহেশের […]

সালমানকে আদালতে হাজিরের নির্দেশ

বলিউড সুপারস্টার সালমান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন যোধপুর জেলা আদালত। বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলার শুনানিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) এই রায় দেওয়া হয়। salman khan শুনানিতে সালমানের হাজির হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেখানে যাননি ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতা। তিনি না থাকায় শুনানি স্থগিত করেন বিচারক রাঘবেন্দ্র কচ্চবাহ। আগামী ২৮ সেপ্টেম্বর এই […]

কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু

অভিনেত্রী কঙ্গনা রাণৌতের প্রযোজনা প্রতিষ্ঠান মণিকর্ণিকা ফিল্মসের অফিসের অবৈধ্য অংশ ভাঙার কাজ শুরু করেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে এটি ভাঙার প্রক্রিয়া শুরু হয়। এদিকে মানালি থেকে আজ মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন কঙ্গনা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে অফিস ভাঙার বিষয়টি নিয়ে তিনি লিখেছেন, ‘আমি যে ভুল নই তা আমার শত্রুরা বারবার প্রমাণ […]

Anushka shetty – প্রভাস কে ছাড়িয়ে আনুশকা শেঠী

অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা। বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় এই দুটি চরিত্র রূপায়ন করেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটায় দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা। তাদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। তবে ভক্তদের ভালোবাসা আনুশকার চেয়ে বেশি কুড়িয়েছেন প্রভাস। Read Also:  বৃদ্ধাশ্রম ছবি […]

সিবিআই এর হাতে সুশান্ত সিং রাজপূত এর তদন্ত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালত। বুধবার সকালে শীর্ষ আদালতের এই রায় দেয়। মুম্বাই পুলিশ যাতে তদন্ত প্রক্রিয়ায় সিবিআইকে সাহায্য করা হয়, সে বিষয়েও স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে। চলতি বছরের ১৪ জুন নিজ অ্যাপার্টমেন্টে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। […]