তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের (সিসিএ) কার্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।প্রতিষ্ঠানটি ৩টি পদে জনবল নিয়োগ দেবে।
ICTD job circular
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ০৬ অক্টোবর, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
কার্যালয়ের নাম: ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের (সিসিএ) কার্যালয়
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ০১ সেপ্টেম্বর ২০২০ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা erecruitment.bcc.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি (১০০ কেবি) ও ৩০০-৮০ (৬০ কেবি) সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: আবেদনকারীকে ১০০ টাকা রকেট বা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা: Before – Wednesday October 7th, 2020
Related Posts
BPSC circular প্রতিষ্টান: সরকারি কর্ম কমিশন পদের নাম: কৃষি কর্মকর্তা,সহকারী প্রোগ্রামার,প্রকৌশলী,ইন্সট্রাক্টর,প্রভাষক,সহকারী পরিচালক,ওয়ার্কসপ সুপারনিডেন্ট,ড্রাফটসম্যান,এস্টিমেটর আবেদনের শেষ তারিখ: 26-07-2020 [xyz-ips snippet=”cat-post”] BPSC circular পদের নাম: উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী উদ্যান কর্মকর্তা/ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা/ উপসহকারী প্রশিক্ষক/ উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা পদসংখ্যা: ১৩৯৪টি দপ্তর: কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পদের নাম: সহকারী প্রোগ্রামার পদসংখ্যা: ১টি দপ্তর: কৃষি […]
চাকরি দিচ্ছে খ্যাতনামা পোশাক প্রস্ততকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। সম্প্রতি আড়ংয়ে ‘অফিসার, অ্যাকাউন্টস’ পদে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। Aarong job circular প্রতিষ্ঠানের নাম: আড়ং Read Also: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নিয়োগবিভাগের নাম: আড়ং প্রডাকশন সেন্টার পদের নাম: অফিসার, অ্যাকাউন্টস পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা […]
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেডে ‘অফিসার (আইটি)’ পদে ১৪ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ০১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। Read Also: চালডাল লিমিটেড নিয়োগSonali bank career প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক লিমিটেড পদের নাম: অফিসার (আইটি)পদসংখ্যা: ১৪ জনশিক্ষাগত যোগ্যতা: সিএস/সিএসই/আইটি/আইসিটি/আইসিই/এসই/সিএসসিই/সিএসটিই বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক (সম্মান)বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা Read Also: financial institution jobsবয়স: ০১ মার্চ […]
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডে একাধিক পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৩টি পদে মোট ১৯ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। janata bank job circular পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং (২০১৯ সাল ভিত্তিক)-৩টি, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর […]
Bangladesh Honda pvt ltd job circular – বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডে ‘রিজিওনাল ম্যানেজার-ফিল্ড সেলস’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। Read Also: ইস্টার্ন ব্যাংকে সেলস এক্সিকিউটিভ নিয়োগBangladesh Honda pvt ltd job circular পদের নাম: রিজিওনাল ম্যানেজার-ফিল্ড সেলসপদসংখ্যা: ০২ জন Read Also: Brothers furniture job circular – ব্রাদার্স ফার্নিচারশিক্ষাগত […]