ভাত ত্বকের বয়সের ছাপ দুর করে

38 views

ভাত ত্বকের বয়সের ছাপ দুর করে।ভাত বলিরেখা দূর করে চেহারার তারুণ্য ধরে রাখে। সেদ্ধ ভাত চটকে ত্বকে ব্যবহার করলে ত্বকের কুঁচকানো ভাব, বলিরেখা ও ঝুলে যাওয়া সমস্যা দূর হবে। তবে এর সঙ্গে মধু ও দুধ মেশাতে হবে। এ তিনটি প্রাকৃতিক উপাদান ব্যবহারে বুড়িয়ে যাওয়া ত্বকের তারুণ্য ফিরে আসবে।
কীভাবে ত্বকে ভাত ব্যবহার করবেন তা নিচে দেওয়া হলঃ

উপকরণঃ
৩ টেবিল চামচ ভাত
১ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ দুধ

যেভাবে ব্যবহার করবেনঃ-

প্রথমে একটি বাটিতে দুধ, সেদ্ধ ভাত ও মধু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মেশানোর সময় ভাত ভালো করে চটকে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

যেভাবে কাজ করেঃ-

দুধ ত্বক নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। অন্যদিকে রান্না করা ভাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের বলিরেখা দূর করে। আর মধু শুষ্কতা দূর করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

Write your answer.

0 Answers

Language »