রাইস টোনার বানানোর নিয়ম

693 views

রাইস টোনার ব্যবহার করে অসম্ভব উপকার পেয়েছি, চেহারা ফর্সা করে এবং ত্বকের যাবতীয় দাগ একবারেই ভ্যানিশ করে .

রাইস টোনার বানানোর নিয়ম

উপকরণ : চাল (বাসার রান্নার যেকোনো ভাতের চাল বা আতব চাল ) এবং পানি এবং একটা লেবু স্লাইস করে কাটা(যাদের ত্বকে লেবু সুট করেনা তারা লেবু স্কিপ করবে)

প্রনালী :

১ টি বাটিতে একমুঠো চাল আগে ভালো করে ধুয়ে নিতে হবে।এরপর সেই চাল ১ পোয়া পানিতে সারারাত ভিজিয়ে রাখো এবং তাতে লেবু কেটে স্লাইস করে রেখে দাও(লেবু চিপা যাবেনা) তারপর সকালে চালের পানিটাকে লেবুর স্লাইস সহ ছেকে ফ্রিজে স্টোর করো, এতে ১ সপ্তাহ ভালো থাকবে। হয়ে গেল প্রস্তুত তোমার প্যাক।

ব্যবহার:

দিনেরাতে যখনই মুখ ধুবা তখনই এক‌টি তুলার বলের সাহায্যে বা স্প্রে বোতল দিয়ে সারামুখে স্প্রে করে ম্যাসাজ করে নাও, শুকিয়ে যাবে একটুপরেই, আর ধুতে হবেনা। কতদিন ব্যবহার করতে হবে সেটা তোমার স্কিনের উপর ডিপেন্ড করবে। অন্তত ১ মাস রেগুলার লাগাও দেখবে যাদু😍😍কেউ শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে ক্রিম লাগাতে পারো আবার কেউ চায়লে না ধুয়েও ক্রিম লাগাতে পারো।ওয়েলি, সেনসিটিভ,ব্রনওয়ালা সব ত্বকে দিতে পারবে যদি স্যুট করে।

আরও জানতে আমদের পেইজের সাথেই থাকুন

Write your answer.

0 Answers

Language »