Asia cup 2023

188 viewsSportsCricket

এশিয়া কাপ একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট।এই টুর্নামেন্টের ম্যাচসমূহ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে গণ্য হয়।

Asia Cup

asia cup

এবার টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে পাকিস্তান ও শ্রীলঙ্কা; পাকিস্তানে মোট চারটি ও শ্রীলঙ্কায় মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

careerbd Answered question September 5, 2023
Write your answer.

সুপার ফোরের ম্যাচ নিয়ে দ্বন্দ্ব

এশিয়া কাপের সুপার ফোরের ভেন্যু নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টুর্নামেন্টের শেষ পাঁচটি ম্যাচ কলম্বো থেকে হাম্বানটোটায় সরিয়ে নেওয়া হবে, এসিসি এমন বলার পর আবার সিদ্ধান্ত বদলে ফেলেছে। উদ্ভূত পরিস্থিতিতে এসিসিকে জরুরি মিটিং ডাকতে বলেছে পিসিবি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় এশিয়া কাপের শেষ পাঁচটি ম্যাচ কলম্বো থেকে হাম্বানটোটায় নিয়ে যাওয়ার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল এসিসি। সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পিসিবিকে জানিয়েই। মূলত বৈরী আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত। কিন্তু এরপরই এসিসি জানায়, আগের সূচি অনুযায়ী কলম্বোতেই হবে ম্যাচগুলো।

অবশ্য বিসিবির সূত্র প্রথম আলোকে জানিয়েছে, এ ব্যাপারে তারাও গুঞ্জন শুনলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে আলাদা করে মন্তব্যও নেই তাদের।

এসিসির এমন অবস্থানে হতবিহ্বল অবস্থা পিসিবির। প্রথমত, কলম্বোর আবহাওয়া ম্যাচগুলো ঠিকঠাক হতে দেবে না, এমন শঙ্কা তাদের। গত কয়েক দিনে কলম্বোতে ভারী বৃষ্টিপাত হয়েছে, এমনকি স্টেডিয়ামের অদূরে দেখা দিয়েছে বন্যাও। কলম্বোতেই ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ার কথা পাকিস্তানের।

অন্যদিকে ভেন্যু নিয়ে এসিসির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও খুশি নয় পিসিবি। প্রাথমিকভাবে এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তানই। রাজনৈতিক কারণে সে দেশে ভারত খেলতে না যাওয়ায় ৯টি ম্যাচ সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কায়। তবে পিসিবি মনে করছে, টুর্নামেন্টের সূচির ব্যাপারে এসিসি এককভাবেই সিদ্ধান্ত নিচ্ছে। এমনিতে এসিসির সভাপতি ভারতের ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার ম্যাচগুলোতে এরই মধ্যে বৃষ্টি বাগড়া দিয়েছে ভালোভাবেই
এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার ম্যাচগুলোতে এরই মধ্যে বৃষ্টি বাগড়া দিয়েছে ভালোভাবেইএএফপি
বৃষ্টির পূর্বাভাসের কারণে কলম্বো থেকে ম্যাচগুলো হাম্বানটোটায় সরিয়ে নেওয়া হয়েছে, সেটি নিশ্চিত করে সংশ্লিষ্টদের ই–মেইল দিয়েছিল এসিসি। তবে এক ঘণ্টা না পেরোতেই আরেকটি ই–মেইলে তারা বলে, আগের সূচি অনুযায়ী কলম্বোতেই হবে ম্যাচগুলো।

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, কলম্বো নিশ্চিতভাবেই ম্যাচগুলো আয়োজন করবে। হাম্বানটোটায় ম্যাচ সরিয়ে নেওয়ার ব্যাপারটি আলোচনার পর্যায়েই ছিল বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে নাকি কাউকে কিছু নিশ্চিতও করা হয়নি। ডি সিলভা বলেছেন, ‘অনেক সমর্থক কলম্বোতে ম্যাচ দেখার ব্যবস্থা করে ফেলেছেন। আর গত কয়েক দিনে কলম্বোতে আগের মতো বেশি বৃষ্টিও হয়নি।’

তবে একাধিক সূত্র ক্রিকইনফোকে বলেছে, সব বোর্ডই কলম্বো থেকে হাম্বানটোটায় ম্যাচ সরিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিল। এ ব্যাপারে একমাত্র বাধা ছিল লজিস্টিক জটিলতা। হাম্বানটোটার ভেন্যুটি জঙ্গলের পাশে, নিকটতম আবাসনও সড়কপথে প্রায় ৪৫ মিনিট দূরত্বে। আবার এত অল্প সময়ের মধ্যে চারটি দল, ম্যাচ অফিশিয়াল, সম্প্রচার কর্মীদের বিশাল বহরের আবাসনব্যবস্থা ঠিক করা যাবে কি না, সেটি নিয়েও সংশয় ছিল।

শ্রীলঙ্কার ওয়ানডে আয়োজনের ইতিহাসকেও টেনেছেন ডি সিলভা। গত দশ বছরে পুরুষদের ৮৪টি ওয়ানডের মধ্যে মাত্র ৫টি পরিত্যক্ত হয়েছে। এর মধ্যে পাল্লেকেলেতে ভারত ও পাকিস্তানের ম্যাচটি আছে। তবে সেপ্টেম্বরে পরিত্যক্ত হওয়া একমাত্র ওয়ানডে সেটি। সাধারণত এ সময়ে শ্রীলঙ্কায় সেভাবে বৃষ্টি হয় না।

তবে এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার ম্যাচগুলোতে এরই মধ্যে বৃষ্টি বাগড়া দিয়েছে ভালোভাবেই। পাল্লেকেলেতে ভারত ও পাকিস্তানের ম্যাচটি এক ইনিংস হওয়ার পর পরিত্যক্ত ঘোষণা করা হয়। গতকাল একই ভেন্যুতে নেপালের বিপক্ষে ভারতের ম্যাচে দ্বিতীয় ইনিংস নেমে আসে ২৩ ওভারে। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টি হানা দিলেও ওভার কাটা যায়নি। কলম্বোতে এখন পর্যন্ত কোনো ম্যাচ হয়নি।
সূত্র…

careerbd Answered question September 5, 2023
Language »