Afghanistan vs Bangladesh T20
ওয়ানডে সিরিজে ২-১এ জয়ের পর এবার প্রথম টি-টুয়েন্টিতে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
Bangladesh vs Afghanistan
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ৩টা থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই খেলা। এরপর আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
চার-ছক্কার যুগে টি-টুয়েন্টির জনপ্রিয়তা সবচাইতে বেশি। দর্শক আগ্রহের কথা চিন্তা করে বুধবার থেকে টিকিট বিক্রি শুরু করছে বিসিবি।
এবারের সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ অর্থ ব্যয় করলে দর্শকরা ইস্টার্ন স্ট্যান্ড থেকে ম্যাচ উপভোগ করতে পারবেন। আর নর্থ এবং সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা।
এছাড়া ক্লাব হাউজের টিকিট সংগ্রহ করতে পারবেন ৩০০ টাকা খরচ করে। ভিআইপি স্ট্যান্ডে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ ১ হাজার টাকা দিয়ে গ্র্যান্ড স্ট্যান্ড থেকে আফগানিস্তান বনাম বাংলাদেশের টি-টুয়েন্টি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা।