আফ্রিকায় টাইগারদের সিরিজ জয়
সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে জিতে ১৯ ম্যাচ ও ২০ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডের ভেন্যুতে ফিরে আরও একবার জ্বলে উঠল টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে তাসকিন আহমেদের ৫ উইকেটে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবাল এবং লিটন দাসের দারুণ ব্যাটিংয়ে ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। এতে করে প্রোটিয়াদের মাটিতে প্রথমবার কোনো সিরিজ জিতল তামিমের দল। এশিয়ার তৃতীয় দল হিসেবে প্রোটিয়াদের মাটিতে এই কীর্তি গড়ল বাংলাদেশ।
Bangladesh vs South Africa
জয়ের জন্য ১৫৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার তামিম এবং লিটন। ইনিংসের প্রথম ওভারেই জীবন পান লিটন। কাগিসো রাবাদার শর্ট বলে কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে সেটা লুফে নিতে পারেননি কেশভ মহারাজ।
এরপর প্রোটিয়া বোলারদের দেখেশুনে খেলতে থাকেন লিটন ও তামিম। তাতে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান তোলে টাইগাররা। যেখানে পাওয়ার প্লের শেষ ওভারে রাবাদার হ্যাটট্রিক চারে ১৬ রান তোলেন তামিম। পাওয়ার প্লে শেষ হওয়ার পর হাফসেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
ডোয়াইন প্রিটোরিয়াসের বলে এক রান নিয়ে ৫২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তামিম। তাতে ৯ চারে এবারের সিরিজে প্রথম হাফসেঞ্চুরির দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটার। হাফসেঞ্চুরির পর থেকে প্রোটিয়া বোলারদের ওপর আরও চড়াও হতে থাকেন তামিম। তাবরাইজ শামসির বলে চার মেরে লিটনের সঙ্গে শতরানের জুটি পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার।
এদিকে হাফসেঞ্চুরির ঠিক আগ মুহূর্তে আউট হন লিটন। মহারাজের ফুলার লেংথ বলে তুলে মারতে গিয়ে বাভুমার হাতে ক্যাচ দিয়ে ৪৮ রান করে সাজঘরে ফিরেছেন লিটন। তবে তিনে নামা সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ৯ উইকেটের জয় নিশ্চিত করেন তামিম।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছিল প্রোটিয়ারা। যদিও কুইন্টন ডি কককে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ। ডি কক ৮ বলে ১২ করে আউট হয়েছেন। মিরাজকে লং অফের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন ডি কক। কিন্তু সেখানে ফিল্ডিংয়ে থাকা মাহমুদউল্লাহ সহজ ক্যাচ নিয়েছেন।
এরপর কাইল ভেরাইনেকে বোল্ড করেন তাসকিন। এই স্পিড স্টারের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গেলে তা ব্যাটের কানা ছুঁয়ে সোজা লাগে স্ট্যাম্পে। ফলে ৯ রানেই ফিরতে হয়েছে তাকে। পরের ওভারে বল করতে এসেই একপ্রান্ত আগলে রাখা মালানকে ৩৯ রানে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচ বানিয়ে আউট করেছেন এই পেসার। ব্যক্তিগত ২ রানে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে এলবিডব্লিউ বানিয়েছেন সাকিব আল হাসান।
সাকিবের আবেদনে সারা দিয়ে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়েছিলেন বাভুমা। রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পে হিট করেছে। আম্পায়ার্স কলের কারণে মাঠ ছাড়তে হয়েছে বাভুমাকে। এরপর ৪ রান করা ডাসেনকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান শরিফুল ইসলাম। ওয়েইন পারনেলের বিকল্প হিসেবে খেলতে নামা ডোয়াইন প্রিটোরিয়াস শুরু থেকেই চড়াও হয়ে খেলছিলেন। ডানহাতি এই ব্যাটারকে মুশফিকের ক্যাচ বানান তাসকিন।
এরপর ইনিংসের ২৯তম ওভারে এসে তিন বলের ব্যবধানে ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে ফেরান এই পেসার। তাতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তাসকিন। ১৪ বল খেললেও রানের খাতা খোলার আগেই লুঙ্গি এনগিদিকে নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন সাকিব। এই বাঁহাতি স্পিনারের ওপর চড়াও হতে গিয়ে লং অফে সাবস্টিটিউট ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। মহারাজ ২৮ রান করে শেষদিকে রান আউট হলে অল আউট হয়ে যায় প্রোটিয়ারা।