বাংলালিংক মিসকল এলার্ট কিভাবে চালু করবেন?
বাংলালিংক গ্রাহকরা এসএমএস এবং বিপ কলের মাধ্যমে মিসড কল অ্যালার্ট পাবেন, দেশে সর্বপ্রথম বাংলালিংকই বিপ কল ফিচারটি নিয়ে এসেছে। ডায়ালকৃত নম্বরটি বন্ধ থাকলে যিনি কল করেছেন তিনি একটি এসএমএস পাবেন এবং নম্বরটি চালু হবার সাথে সাথে আরও একটি এসএমএস পাবেন।
Banglalink miss call alert service
বাংলালিংক মিসকল এলার্ট সার্ভিসবাংলালিংক মিসকল এলার্ট কিভাবে চালু করবেন?
মিসড কল অ্যালার্ট সার্ভিসটি একদম ফ্রি।
সার্ভিসটি চালু/বন্ধ করবেন যেভাবেঃ
START/STOP লিখে পাঠিয়ে দিন 22622 নম্বরে।
অথবা *22622# বা *121*7*4# ডায়াল করে নির্দেশনা অনুসরণ করুন।