বাংলালিংক ফোন নাম্বার চেক

2.95K viewsSIM OFFERBanglalink

বাংলালিংক বাংলাদেশের অন্যতম একটি মোবাইল সেবা দানকারী প্রতিষ্টান। বাংলাদেশের অনেক লোক বাংলালিংক এর সিম ব্যবহার করে থাকে।মোবাইল ব্যবহারকারীদের কিছু না কিছু অপারেটর ভিত্তিক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কোড জেনে রাখতে হয়। যেমন : ব্যালান্স চেক, ইন্টারনেট চেক, মিনিট চেক, এসএমএস চেক, আরো অনেক শর্ট কোড।

Banglalink number check

Banglalink number check
Banglalink number check

 

অনেক সময় আমাদের নিজের কিংবা অন্যের ফোন সিম নাম্বার দেখার প্রয়োজন হয় । সহজ একটা কোড ডায়াল করে আমরা ফোন সিম নাম্বার জানতে পারি।

বাংলালিংক নাম্বার চেক কোড

Banglalink number check – এখন আমরা বাংলালিংক এর সিম নাম্বার কিভাবে জানতে হয় সেটা জানবো । বাংলালিংক এর সিম নাম্বার জানার জন্য ওই সিম সংযুক্ত ফোন থেকে *৫১১# ডায়াল করে কল বাটন চাপুন । তাহলে স্ক্রিন এ সঙ্গে সঙ্গে ওই সিম নাম্বার দেখতে পাবেন ।

Banglalink number check : Just dial *511# to know banglalink number

চলুন এছাড়া বাংলালিংক এর আরো কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোড আমরা জেনে নিই।

বাংলালিংক ব্যালান্স চেক কোড

বাংলালিংক মোবাইল ব্যালান্স চেক কোড

Mobile Balance check: *124#

বাংলালিংক ইন্টারনেট ব্যালান্স চেক কোড

Internet Balance check, dial 5000500# or 1243#

বাংলালিংক মিনিট চেক কোড

Minute Check: 1242#

বাংলালিংক এসএমএস চেক কোড

SMS Pack Check: *1243# MMS Check: 1242#

এছাড়া যেন কিছু জানা কিংবা সমস্যা সমাধানের জন্য আমরা কাস্টমার কেয়ার এ যোগাযোগ করে থাকে।
এ কারণে চলুন আমরা কাস্টমার কেয়ার এর ফোন নম্বরগুলো জেনে নিই।

বাংলালিংক কাস্টমার কেয়ার নম্বর

Banglalink Customer Care Number: ১২১ [শুধু বাংলালিংক থেকে কল করা যাবে]

বাংলালিংক অফিসিয়াল ওয়েবসাইট: www.banglalink.net

বাংলালিংক এর বিভিন্ন অফার দেখতে এখানে ভিসিট করুন …

careerbd Changed status to publish September 9, 2023
Write your answer.

ডায়াল করুন *৫১১# এবং জেনে নিন নীজ বাংলালিংক নাম্বার

Language »