বাংলাদেশ ক্রিকেট
BD cricket news, BD cricket matches, BD cricket team, BCB Players, BCB news…

এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিব আল হাসান অধিনায়ক
অবশেষে অপেক্ষার অবসান হলো। বাংলাদেশ ওয়ানডে দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে যে নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল, সেই সাকিব আল হাসানকেই আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান তাঁর গুলশানের বাসায় সাংবাদিকদের এ কথা জানান।
ওয়ানডের অধিনায়কত্ব পাওয়ার আগে থেকে টেস্ট ও টি–টোয়েন্টি সংস্করণে নেতৃত্ব দিয়ে আসছেন সাকিব। বিসিবি মনে করছে, তিন সংস্করণের অধিনায়কত্ব সাকিবের জন্য চাপ হয়ে যাবে। নাজমুল হাসানের কথা, ‘একসঙ্গে তিনটা ওর ওপর বোঝা হয়ে যাবে। কাজেই ওর সঙ্গে কথা বলে নিতে হবে। ওর সঙ্গে কথা না বলে কিছু বলাটা এখন কঠিন। একে তো ও দেশের বাইরে, তার ওপর একটা দলের হয়ে খেলছে। আপাতত সাকিবকে এশিয়া কাপ ও বিশ্বকাপের দায়িত্ব দেওয়া হয়েছে, ‘মোটামুটিভাবে যেটা আমরা ঠিক করেছি, বিশ্বকাপ পর্যন্ত যে খেলা আছে, এই সময়টায় অবশ্যই সাকিব আল হাসান অধিনায়ক। ওর সঙ্গে কথা বলে ঠিক করব যে এটা কি দীর্ঘমেয়াদি, নাকি তিনটাই থাকবে, নাকি কোনোটা ছাড়বে। এগুলো ও এলেই কথা বলব।’