বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। এরআগে আগামী ২০ ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা।
BUET Admission
সম্প্রতি বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে বুয়েট। একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বুয়েট ভিসি অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক সকল বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নিধারণ করেছে। সেখানে আমরা আমাদের ভর্তি পরীক্ষার তারিখ জানিয়েছি।
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার আরো জানান, আগামী ২০ ও ২১ অক্টোবর আমাদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে ৬ নভেম্বর। একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এরপর আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, গত ২২ জুন একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য নিজেদের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে বুয়েট। সেদিন এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানায়, প্রাথমিক বাছাই পরীক্ষার অন্তত ১০ দিন আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।