করোনার টিকার নিবন্ধন প্রক্রিয়া
আপনি কি করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন ? করে না থাকলে নিবন্ধন করে আপনার করোনার টিকা নিয়ে নিন।সময় থাকতে সচেতন হোন।
corona vaccine registration
আপনি কি করোনা টিকা রেজিষ্ট্রেশন বা নিবন্ধন করতে চান? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেল থেকে আপনি করোনা টিকা রেজিস্ট্রেশন কিভাবে করবেন তা জানতে পারবেন। এছাড়াও এখানে দেওয়া লিংক থেকে আপনি করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ বছর বা তার বেশি বয়সি সকল বাংলাদেশিরা এখন থেকে করোনাভাইরাসের টিকা নিতে পারবেন।সুতরাং, আপনারা যারা ২৫ বছর বা তার উর্দ্ধে বয়সের আছেন তারা সবাই করোনা টিকার রেজিষ্ট্রেশন করে ফেলুন। পাশাপাশি আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা টিকা্ দিতে সহায়তা করুন। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সর্বোচ্চ সতর্ক থাকাটাই একমাত্র উপায়।
করোনা টিকা রেজিষ্ট্রেশন যেভাবে করবেন:
-প্রথমে সুরক্ষা ওয়েবসাইটের অফিসিয়াল লিংকে প্রবেশ করতে হবে। ( corona vaccination registration – অফিসিয়াল লিংক)
-তারপর শ্রেণি বা নাগরিকের ধরন নির্ধারণ করতে হবে। (মানে ২৫ বছর বা তার উর্ধ্বে কিনা সেটা দিন বা অন্য তথ্য দিন)
-আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর দিন এবং জাতীয় পরিয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ দিন।
-জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়ার পর যাচাই করে সব ঠিক থাকলে স্ক্রিনে নিবন্ধনকারীর নাম দেখানো হবে বাংলা ও ইংরেজিতে।
-সেখানে একটি ঘরে একটি মোবাইল নম্বর চাওয়া হবে, যে নম্বরে তাকে পরে টিকাদান সংক্রান্ত তথ্য SMS করা হবে।
-আপনার মোবাইল ফোন নম্বর দেওয়ার পর একটি ঘর পূরণ করতে হবে, যেখানে জানাতে হবে নিবন্ধনকারীর দীর্ঘমেয়াদী রোগ আছে কিনা, থাকলে কোন রোগ গুলো আছে তা জানাতে হবে।
-সেখানে আরেকটি ঘরে জানাতে হবে নিবন্ধনকারীর পেশা এবং তিনি কোভিড-১৯ সংক্রান্ত কোন কাজে সরাসরি জড়িত কি না।
-তারপর নিবন্ধনকারীর বর্তমান ঠিকানা ও কোন কেন্দ্র থেকে টিকা নিতে ইচ্ছুক তা সিলেক্ট করতে হবে।
-সব শেষে ফরমটি সেইভ করলে নিবন্ধনকারীর দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে একটি ওটিপি কোড। সেই ওটিপি কোড দিয়ে ‘স্ট্যাটাস যাচাই’ বাটনে ক্লিক করলেই নিবন্ধনের কাজ শেষ হয়ে যাবে।
নিবন্ধন হয়ে গেলে টিকার প্রথম ডোজের তারিখ ও কেন্দ্রের নাম এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ দিয়ে লগ ইন করে এসএমএস এর মাধ্যমে পাওয়া ওটিপি কোড দিয়ে টিকা কার্ড ডাউনলোড করতে হবে।
মোবাইল এসএমএস এ যে তারিখ দেওয়া হবে, সেই তারিখে টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে কোভিড-১৯ এর টিকা নিতে পারবেন নিবন্ধনকারীরা। এভাবে দুটি ডোজ শেষ হলে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব থেকে ভ্যাকসিন গ্রহনের সনদ সংগ্রহ করা যাবে।
করোনার টিকা নিবন্ধন করতে যা যা লাগেঃ
১।জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন কার্ড বা পাসপোর্ট
২।একটি সচল মোবাইল নাম্বার
এই ডকুমেন্টস গুলো থাকলে নিকটস্থ কোনো কম্পিউটার এর দোকান অথবা আপনি নিজে নিজে এই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশান করে নিতে পারেন।
রেজিস্ট্রেশান এর পর টিকা দেওয়ার পূর্বে একই লিঙ্ক থেকে টিকা কার্ড প্রিন্ট করে নিয়ে নিন।
নোটঃ নিকটস্থরা নিম্নের ঠিকানায় টিকা রেজিস্ট্রেশান, টিকা কার্ড প্রিন্ট ও টিকা সনদ প্রিন্ট করতে পারবেন।