246 views

কানের সমস্যাগুলোর মধ্যে প্রধান হচ্ছে কানে ব্যথা, কান দিয়ে পুঁজ পড়া, কানে কম শোনা, মাথা ঘুরানো ইত্যাদি।এটি একটি সাধারণ সমস্যা। ছোট বাচ্চাদের এটি বেশি হতে দেখা যায়। খুব কম বাচ্চাই আছে যাদের জীবনে এ অভিজ্ঞতা হয় না।

Ear Drop

Ear Drop
Ear Drop

কানের এ ইনফেকশন থেকে সাধারণত কান পাকা রোগের সৃষ্টি হয়। ছোটদের কানের ইনফেকশনের ঠিকমতো ও পর্যাপ্ত চিকিৎসা না হলে অথবা ঘনঘন ইনফেকশন হতে থাকলে এ সময় কানের পর্দা ফেটে যেতে পারে। যদি এর সঙ্গে নাকের প্রদাহ অথবা ক্রনিক টনসিল ও এডেনয়েডের সমস্যা যোগ হয় তাহলে কানের পর্দা ফাটা ক্রনিক পর্যায়ে চলে যায়। এ রোগীদের কান দিয়ে পুঁজ-পানি পড়ে এবং কানে ব্যথা হয়। ধীরে ধীরে এরা কানে কম শুনতে শুরু করে। একপর্যায়ে এর সঙ্গে মাথা ঘুরানো যোগ হয়। কানের সমস্যার সঙ্গে মাথা ঘুরানোর যোগসূত্র আছে।

আমাদের দেশে গ্রাম-গঞ্জের মানুষ পুকুরে-নদীতে গোসল করে। নোংরা জলাশয়ের পানিতে গোসল করলে কানের এ সমস্যা আরও বেড়ে যায়।

বাজারে প্রচলিত কিছু কানের ইনফেকশন ড্রপ এর নাম লিখুন। যেকোনো ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য।

careerbd Answered question October 30, 2023
Write your answer.

সিপ্রোক্স কানের ড্রপ

সিপ্রোক্স কানের ড্রপ / Ciprox Ear drops ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিত্সা এবং অন্যান্য অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার হয়।

careerbd Answered question October 30, 2023
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Close
Language »