আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ বাতিল

70 views

সফর শেষ না করেই দক্ষিণ আফ্রিকা ছাড়তে হচ্ছে ইংল্যান্ডকে। করোনাভাইরাসের ছোবলে বাতিল হয়ে গেছে দুদলের ক্রিকেট সিরিজ। সফরকারী দলের দুই জন সদস্য করোনাভাইরাসে পজিটিভ হওয়ার কারণে এই সিদ্ধান্ত এসেছে। তবে আক্রান্তদের পরিচয় জানা যায়নি।

eng vs sa

সফরকারীদের টিম হোটেলের দুজন স্টাফ পজিটিভ ধরা পড়ার পর শনিবার অতিথি দলের ক্রিকেটারদের পরীক্ষা করা হয়েছে।

এর প্রেক্ষিতে রোববার একদিনের ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দক্ষিণ আফ্রিকার একজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মূলত ম্যাচটি স্থগিত করা হয়েছিল শুক্রবার।

সিরিজের বাকি থাকা সোমবার এবং বুধবারের ম্যাচ দুটিও বাতিল করা হয়েছে।

Write your answer.

0 Answers

Language »