ই-পর্চা বা খতিয়ান কি ?
ই-পর্চা হচ্ছে জমির খতিয়ানের অনলাইন সংস্করন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার বা মোবাইল এর মাধ্যমে জায়গা জমির খতিয়ান সংক্রান্ত যাবতীয় কাজ যেমন ভ্যালিডিটি দেখা, আসল মালিক পক্ষ দেখা, কপি ডাউনলোড, নবায়ন, আবেদন ইত্যাদি সেবা গ্রহন করাকে ই-পর্চা বলে।

https://eporcha.gov.bd/ এটি হল সরকারি এ-পর্চা ওয়েবসাইট।
careerbd Changed status to publish August 3, 2023