ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন রাহুল
ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না রোহিত শর্মা। তবে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সেটা হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে রোহিতের পরিবর্তে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। তার সহকারী করা হয়েছে জাসপ্রিত বুমরাহকে।
India cricket
কোহলির পরিবর্তে রোহিতকে অধিনায়ক করার পর এই সিরিজে প্রথম তার নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার প্রতি।
তবে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা জানিয়েছেন, মূলত ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্টের বিষয়টি মাথায় রেখেই রোহিতকে দক্ষিণ আফ্রিকা পাঠানো হচ্ছে না। যাতে করে আগামী দুই বছরের মধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে পাওয়া যায়।
ভারতের ওয়ানডে দল:
লোকেশ রাহুল (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, ঋষভ পন্ত, ইশান কিষান, রবীচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।
১৯ জানুয়ারি পার্লে হবে দক্ষিণ আফ্রিকা-ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথমটি। ২১ জানুয়ারির পর ২৩ জানুয়ারি হবে তৃতীয় ও শেষটি।