IPL 2023 Prize Money
চমক ছিল এইবারের আইপিএল টুর্নামেন্টের প্রাইজমানিতে। এ মৌসুমে রেকর্ড ৬০ কোটি ৩১ লাখ টাকারও বেশি আর্থিক পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা গত বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও বেশি! বিশ্বকাপে মোট ৬০ কোটি সাড়ে ৩ লাখ টাকা আর্থিক পুরস্কার দিয়েছিল আইসিসি।
IPL T20
এবারের চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস পেয়েছে ২৫ কোটি ৯৪ লাখ টাকা, রানার্সআপ গুজরাট টাইটানস পেয়েছে ১৬ কোটি ৮৬ লাখ টাকা। এ ছাড়া সর্বোচ্চ রানসংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, টুর্নামেন্টসেরা খেলোয়াড়সহ আরও অনেক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।