জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ জুন

83 views

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত। গত বছরের নিয়মেই অনুষ্ঠিত হবে এবারের ভর্তি প্রক্রিয়া। তাই এবারও পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে দ্বিতীয়বারের ভর্তিচ্ছুরা। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও জাবির কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান মঙ্গলবার বিকালে যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেন।

Jahangirnagar university Admission

তিনি বলেন, মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে ‘ভর্তি পরীক্ষা আগের নিয়মেই হবে।’ ভর্তি পরীক্ষার আবেদন ফিও গতবছরের মতোই থাকবে। এছাড়া এ বছরও সুযোগ পাবে দ্বিতীয়বারের ভর্তিচ্ছুরা। ভর্তি পরীক্ষার তারিখ নির্দিষ্ট হয়নি উল্লেখ করে তিনি বলেন, করোনা পরিস্থিতি পুনর্বিবেচনা করে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ পরে নির্ধারণ করা হবে।

পূর্বের নিয়ম বহাল থাকায় এবার ভর্তি পরীক্ষায় এবিসিডি এবং ই এই পাঁচটি ইউনিটের প্রতিটিতে আবেদন মূল্য ৬০০ টাকা। এছাড়া সি-১, এইচজিআই এবং এফ ইউনিটের ফরমের মূল্য হবে ৪০০ টাকা করে।

Write your answer.

0 Answers

Language »