ভূমির নকশা থেকে জমির পরিমাপ
বর্তমান সময়ে ভূমি পরিমাপ অনেক সহজ হয়ে গিয়েছে। কিভাবে অটোক্যাড দিয়ে ভূমির নকশা থেকে ডিজিটাল সার্ভে বা জরিপ করবেন তা আজ আমরা জানবো।
Land measurement
যা যা প্রয়োজন-
১। একটি ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিটার,
২। অটোক্যাড সফটওয়ার, ২০০৭ অথবা ২০১৬ বা যেকোন ভার্সন।
৩। যে মৌজা নকশা থেকে ভূমি জরিপ করবেন, সেখানে যে অংশে আপনার নির্দিষ্ট দাগ নাম্বারটি রয়েছে সে অংশের স্ক্যান কপি, অবশ্যই স্ক্যান করতে হবে ৩০০ রেজুলেশনে। (যেহেতু মৌজা নকশা স্ক্যানারের চেয়েও অনেক বড় হয় তাই নির্দিষ্ট দাগের অংশ ৩০০ রেজুলেশনে স্ক্যান করলেই চলবে।
৪। আর প্র্যাকটিক্যাললি ভালো ভাবে বুঝতে হলে আমার এই ভিড়িও টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। (যেহেতু এই বিষয়টি দেখে শিখার জিনিস তাই লিখার মধ্যে কোন বিষয় অস্পষ্ট থাকতেই পারে, অথবা যারা মোবাইল থেকে ব্রাউজ করেন অনেকসময় স্ক্রীন সর্ট প্রদর্শন করেনা। )
৫। আর বিভিন্ন একক ও একক পরিবর্তন সমপর্কে সাধারণ জ্ঞান, যেমন ধরুন, ৪৩৫.৬ বর্গফুট = ১ শতক, ১৬ ইঞ্চি = ১ মাইল স্কেলে মাপের ১ ইঞ্চি বাস্তবের ৩৯৬০ ইঞ্চির সমান, এই নিয়ে আমাদের বিস্তারিত ভিড়িও আছে। একক পরিবর্তন করতে এই এপটি ইন্সটল করে রাখতে পারেন, নকশা ও ভূমি বাংলা (অপশনাল)
ভূমির নকশা থেকে জমির পরিমাপ
পদ্ধতিঃ
প্রথমে অটোক্যাড ইন্সটল করেন নিন,
ওপেন করুন, file অপশন থেকে new ক্লিক করে একটি টেমপ্লেট (acad.dwt) ওপেন করুন।
ইউনিট সেটিংসঃ স্ক্রিনশর্ট দেওয়া হল, অনুসরণ করুন। (স্ক্রিনশর্ট দেখতে অসুবিদা হলে ভিড়িও দেখুন)দ
ডাইমেনশন সেটিংসঃ
format থেকে Dimension style এ ক্লিক করে নিচের স্ক্রীন শর্ট অনুসরন করুন।
Text ট্যাবে text height এ 120 লিখতে হবে অথবা 10′ (ফুট চিহ্ন দিয়ে ফুটে লিখে যাবে, তবে শুধু 120 মানে 120 inches বুঝায়, সুতরাং 120 লিখলেই ভাল)
Symbol and Arrows ট্যাব থেকে Arrow Size ও ঠিক 120 লিখুন।
মৌজা নকশা আপলোডঃ নকশাটির নির্দিষ্ট অংশ ৩০০ রেজুলেশনে স্ক্যান করে আপনার কম্পিউটারে যেকোন ড্রাইবে রাখুন, নিচের স্ক্রীন শর্টের ন্যায় আপলোড করুন।
এবার specify on screen এই ঘরে 3960 লিখে ok বাটনে ক্লিক করুন।
এবার অটোক্যাডের Polygonal tool দিয়ে আপনার কাঙ্ক্ষিত জমিটি বেষ্টনী করে নিন নিচের মত।
এ
এবার লেয়ারটি সিলেট রেখে কী বোর্ডে li লিখে এন্টার দিন।
এবার আপনার জমিটির পরিমাণ বর্গফুটে পেয়ে যাবে, বর্গফুটকে ৪৩৫.৬ দ্বারা ভাগ দিলে একরে পরিমাণ জানতে পারবেন।