LCL এ এশিয়ান লায়ন্সে তারার মেলা
লিজেন্ডস ক্রিকেট লিগে (এলসিএল) এশিয়ান লায়ন্সের হয়ে খেলবেন সনাৎ জয়সুরিয়া, শহীদ আফ্রিদি ও শোয়েব আখতারের মতো কিংবদন্তী ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটারদের নিয়ে আগামী জানুয়ারিতে শুরু হবে এই পেশাদার ক্রিকেট লিগের উদ্ধোধনী আসর। সাবেক খেলোয়াড়দের পাশাপাশি বর্তমানে খেলা চালিয়ে যাচ্ছেন এমন দুই-একজন ক্রিকেটারকেও দেখা যাবে এই টুর্নামেন্টে।
Legend cricket league
ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন দলের এই আসর। এশিয়ান লায়ন্স ছাড়াও লিজেন্ডস ক্রিকেট লিগের উদ্ধোধনী আসরে খেলবে ভারত এবং এশিয়ার ছাড়া বিশ্বের বাকি দেশগুলোর কিংবদন্তীদের নিয়ে সম্মিলিত একটি দল।
লিজেন্ড ক্রিকেট লিগের কমিশনার হিসেবে রাখা হয়েছে ভারতের সদ্য বিদায়ী প্রধান কোচ রবি শস্ত্রীকে। এলসিএল কমিশনারের ধারণা, তিন দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল গড়েছে এশিয়ান লায়ন্স। তবে প্রতিযোগিতাপূর্ণ এক টুর্নামেন্ট হবে বলে আশাবাদী তিনি।
এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘এখানে বিশ্বমানের রোমাঞ্চকর ক্রিকেট হবে। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের ক্রিকেটাররা একই দলে এশিয়ান লায়ন্সের হয়ে খেলবে। যা টুর্নামেন্টকে আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ করে তুলবে। আফ্রিদি, মুরালি, চামিন্দা, শোয়েব মালিকের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটাররা একই দলে খেলছে, এটা রোমাঞ্চকর হবে।’
এশিয়ান লায়ন্সের হয়ে খেলবেন পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের ক্রিকেটাররা। ভারতের দলের হয়ে খেলবেন শুধুমাত্র তাদের সাবেক ক্রিকেটাররা। আর অন্য দলের হয়ে খেলবেন এশিয়া ছাড়া বিশ্বের বাকি দেশগুলোর ক্রিকেটাররা।
এশিয়ান লায়ন্স স্কোয়াড: শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, সনাথ জয়সুরিয়া, মিসবাহ-উল-হক, মোহাম্মদ হাফিজ, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস, রোমেশ কালুবিথারানা, তিলকারত্নে দিলশান, আজহার মাহমুদ, শোয়েব মালিক, উপুল থারাঙ্গা, মোহাম্মদ ইউসুফ, উমর গুল, ইউনিস খান এবং আসগর আফগান।