রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে ইতিহাস গড়ল মেসির মায়ামি
MLS – লিওনেল মেসির হাত ধরে প্রথমবার লিগস কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে মায়ামির চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।
MLS

পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচটি শটে ৪-৪, পরবর্তী চার শটে ৪-৪ এবং সর্বশেষ একটি করে নেওয়া শটে ১-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে মায়ামি।
ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে প্রথমবারের মতো ইতিহাস গড়তে নেমেছিল মায়ামি। জয় পেলে ইতিহাস হতো স্বাগতিক ন্যাশভিলেরও।
লিগস কাপের পুরো আসরজুড়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন সদ্য পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন খুদে জাদুকর। আগের ৬ ম্যাচেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। করেছেন ৯ গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট।
ফাইনালের মঞ্চেও তিনিই মায়ামির হয়ে একমাত্র গোলটি করেছেন। তবে সেই লিড দ্বিতীয়ার্ধের পর আর তার দল ধরে রাখতে পারেনি। ৫৭ মিনিটে ন্যাশভিলে সমতায় ফেরার পর জালের দেখা পায়নি আর কোনো পক্ষই।
চ্যাম্পিয়ন নির্ধারণে ম্যাচটি এর পর টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। শুরুতেই দলের উত্তেজিত মনোভাবকে স্বস্তিতে রূপ দিতে শট নেন মায়ামি অধিনায়ক মেসি। চোখের ইশারায় গোলরক্ষককে অন্যপাশে ঠেলে দিয়ে তিনি ডানপ্রান্ত ধরে বল জালে পাঠান।
এরপর একে একে দুই দলের সবাই গোল করতে থাকেন। তবে ন্যাশভিলে দ্বিতীয় শট এবং মায়ামি চতুর্থ চেষ্টায় সুযোগ হাতছাড়া করে ম্যাচ জমিয়ে তোলে। স্কোরলাইন দাঁড়ায় ৪-৪।
MLS এ প্রথম ট্রফি জয়ের সামনে মেসি
বার্সেলোনার হয়ে সব ট্রফিই জিতেছেন। প্যারিস সাঁ-জা-র হয়ে ফ্রান্সের ঘরোয়া লিগ জিতেছেন। এবার ইন্টার মায়ামির হয়ে প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে লিগস কাপ ফাইনাল খেলতে নামছেন লিওনেল মেসি। তাঁর কাছে ন্যাশভিল সকার ক্লাব অচেনা প্রতিপক্ষ। মেজর লিগ সকারে মাঝারি মানের দল ন্যাশভিল। তবে প্রতিপক্ষ যে দলই হোক না কেন, মেসি ভালোভাবেই জানেন, তিনি ফর্মে থাকলে যে কোনও দলকেই উড়িয়ে দিতে পারেন। ফলে ইন্টার মায়ামির হয়ে প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামার আগে আত্মবিশ্বাসী মেসি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীদের শুভেচ্ছা নিয়ে ফাইনাল খেলতে নামছেন মেসি। তাঁর অনুরাগীদের আশা, ইন্টার মায়ামির হয়ে প্রথম ট্রফি জিততে পারবেন।
রবিবার সকাল 7টায় শুরু হবে লিগস কাপ ফাইনাল। এই ম্যাচ হবে ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্কে। সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মেসিরা।
সেমি-ফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ উড়িয়ে লিগস কাপ ফাইনালে পৌঁছে গিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে অত্যন্ত শক্তিশালী দল ফিলাডেলফিয়া। সেই দলের বিরুদ্ধে সহজ জয় মেসিদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। লিগস কাপে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন মেসি। রবিবার গোলসংখ্যা বাড়ানোই তাঁর লক্ষ্য থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ৪৭টি ক্লাবকে নিয়ে হয়েছে এবারের লিগস কাপ। সেমি-ফাইনালে মেক্সিকোর ক্লাব মন্টারিকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ন্যাশভিল। ফলে এই দলটিও লড়াই করতে তৈরি। তবে মানসিকভাবে এগিয়ে থেকেই ফাইনাল খেলতে নামছে ইন্টার মায়ামি। কীভাবে চ্যাম্পিয়ন হতে হয় সেটা ভালোভাবেই জানেন মেসি, সের্জিও বুস্কেটস, জর্ডি আলবা। এই ৩ ফুটবলারই ইন্টার মায়ামির সবচেয়ে বড় ভরসা। আলবা রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করেছেন। ফাইনালেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি বার্সেলোনার প্রাক্তন তারকারা।
লিগস কাপ চ্যাম্পিয়ন হতে পারলে ৩টি দেশের ক্লাবের হয়ে খেতাব জয়ের নজির গড়বেন মেসি। এই রেকর্ড খুব বেশি ফুটবলারের নেই।
ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই নিজের ফুটবল জাদুতে গোটা যুক্তরাষ্ট্রকে বুঁদ করে রেখেছেন লিওনেল মেসি। এরই ধারাবাহিকতায় আজ ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সেমিফাইনালে বড় জয় পেয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে মেসির মিয়ামি।
যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলের আজকের ম্যাচেও দুর্দান্ত গোল করে রেকর্ড গড়েছেন বিশ্বজয়ী মেসি। এই ম্যাচ নিয়ে পরপর ছয় ম্যাচ ইন্টার মায়ামিকে জিতিয়ে ফাইনাল নিশ্চিত করল মিয়ামি। ছয় ম্যাচেই গোলের দেখা পেয়ে রিবল রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই তারকা।
এ নিয়ে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলবে তারা।
বাংলাদেশ সময় বুধবার (১৬ আগস্ট) ভোরে পেনসিলভ্যানিয়ার সুবারু পার্কে লিগস কাপের সেমি-ফাইনালের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলের ব্যবধানে হারায় ইন্টার মিয়ামি।
মেসি ছাড়াও দলের হয়ে একটি করে গোল করেছেন জোসেফ মার্তিনেজ, জর্দি আলবা, দাভিদ রুইজ। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন আলেহান্দ্রো বেদয়া।
মিয়ামিতে মেসির যোগ দেওয়ার পর থেকেই বদলে যায় দৃশ্যপট। একের পর এক ম্যাচ জিততে থাকে মিয়ামি। আজকের ম্যাচের আগে ৫ ম্যাচ খেলে মেসি করেছেন ৮ গোল। এই ম্যাচেও ফিলাডেলফিয়ার সবচেয়ে বড় বাধার নাম হবে মেসি সেটা সবাই অনুমান করে নিয়েছিল। ফাইনালে যেতে ফিলাডেলফিয়াকে কঠিন বাধা পার করতে হবে এমন হিসাব করে দলটি মাঠে নামলেও শেষ পর্যন্ত মেসির দলের সঙ্গে জয় পাওয়া সম্ভব হয়নি ফিলাডেলফিয়ার। ৪-১ গোলে হেরে বিদায় নেয় দলটি।
সেমিফাইনালে জয়ের ফলে মেসির সামনে ইন্টার মিয়ামিকে প্রথম শিরোপা জেতানোর দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এই লক্ষ্যে মেসি সফল হলে সেটি তাঁর মুকুটে যোগ করবে নতুন পালক।