খুশকি দূর করতে নিমপাতার ব্যবহার
খুশকি একটি সাধারন সমস্যা কিন্তু খুব যন্ত্রণাদায়ক। শীত, গ্রীষ্ম কী বর্ষা কম-বেশি সব ঋতুতেই ভিন্ন ভিন্ন কারণে খুশকি দেখা যায় চুলে। খুশকি আপনার চুলের ও মাথার ত্বকের বিবিধ রকমের ক্ষতি করে। খুশকি দূর করতে বাজারে অনেক অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু পাওয়া যায় কিন্তু সবগুলোতেই হরেক রকমের কেমিকেল ভরপুর। তাই আসুন ঘরোয়া আর ভেষজ উপাদানে কীভাবে খুশকি তাড়াতে পারি তা দেখে নেই!
Neem leaf for dandruff
আজ আমরা আমাদের অতি পরিচিত নিম পাতার ব্যবহারের মাধ্যমে কীভাবে খুশকি দূর করা যায় তাই জানব।
নিম পাতার পানি:
উপকরণ-
নিমের পাতা- ৪০টি
পানি- ১ লিটার
কিভাবে ব্যবহার করবেন-
পানি ফুটিয়ে নিন আর চুলা বন্ধ করুন।
নিম পাতা এই ফুটন্ত পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন।
এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন ।
নিয়মিত সপ্তাহে ২ থেকে ৩ বার এই পানির ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।
এটি আপনার মাথায় খুশকিজনিত চুলকানি ও অস্বস্তি দূর করবে সাথে সাথে খুশকিও দূর হবে।
নিমের পাতার হেয়ার প্যাক:
তৈরির উপকরণ-
নিমের পাতা- ৪০ টি
পানি- ১ লিটার
মধু- ১ টেবিল চামচ
কীভাবে ব্যবহার করবেন-
পানি ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
পানিতে সারারাত নিমের পাতা ভিজিয়ে রাখুন।
এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। পাতাগুলোকে ব্লেন্ড করে এর সাথে মধু মিশিয়ে এই পেস্ট ৩০ মিনিট চুলে দিয়ে রাখুন। স্বাভাবিকভাবে শ্যাম্পু করে ফেলুন।
সপ্তাহে অন্তত একবার এটি করবেন। নিয়মিত এই প্যাক ব্যবহারে আপনি খুশকি দূর করতে পারবেন এবং চুলও নরম হবে।
নিমের পাতা, টক দই আর মেথির পেস্ট:
উপকরণ-
মেথি- ২ টেবিল চামচ
নিমের পাতা- ৪০টি
টক দই- ১/২ কাপ
লেবুর রস- ১ টেবিল চামচ
কীভাবে ব্যবহার করবেন-
মেথি পানিতে ভিজিয়ে রাখুন ৩ ঘণ্টা । এতে নিমের পাতা মিশিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করুন।
এই পেস্ট এর মধ্যে টক দই মিশান আর লেবুর রসও।
চুলে তেল দিয়ে তাতে এই পেস্ট লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর চুল শ্যাম্পু করুন।
সপ্তাহে ২ বার এই পেস্ট ব্যবহার করুন ভালো ফল পাওয়ার জন্য।
নিম ও নারকেল তেলের থেরাপি:
উপকরণ-
নারকেল তেল- ১ কাপ
নিমের তেল- ১/৪ কাপ
কীভাবে ব্যবহার করবেন-
নারকেল তেল হালকা গরম করুন আর এতে নিমের তেল মেশান।
খুব আস্তে আস্তে মাথার ত্বকে , চুলের গোঁড়ায় এই তেল মাসাজ করুন আর সারারাত রেখে দিন।
সকাল বেলায় চুল শ্যাম্পু করে ফেলুন।
সপ্তাহে ২ থেকে ৩ বার এই নিম আর নারকেল তেলের থেরাপি করুন।
নিম স্বাভাবিকভাবেই খুশকি তাড়াতে কার্যকর। আপনাকে যা করতে হবে তা হলো এই পদ্ধতিগুলো নিয়মিতভাবে করতে হবে। খুশকি তাড়াতে আপনাকে আরও খেয়াল রাখতে হবে যে, আপনার মাথার ত্বক যেন অবশ্যই সবসময় পরিষ্কার থাকে। আর আপনি সবসময় যথেষ্ট পরিমান পানি খাওয়ার পাশাপাশি সুষম খাবার খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন আর মানসিকভাবে প্রফুল্ল থাকার চেষ্টা করবেন।