রবি ইন্টারনেট অফার
রবি নিয়মিত তার গ্রাহকদের মেসেজ এর মাধ্যমে ইন্টারনেট এর অফার দিয়ে থাকে। সাধারণত এই সব ইন্টারনেট এর মূল্য রেগুলার ডাটা প্যাক এর চেয়ে কম মূল্যে পাওয়া যায়।
Robi internet offer

কম খরচে রবি ইন্টারনেট ! আপনি কি কম খরচে রবি ইন্টারনেট ব্যবহার করতে চান, তাহলে নিচের টিপস গুলো অনুসরন করুন।
– *৯৯৯# ডায়াল করে গ্রাহকরা তাদের নীজ নীজ অফার জেনে নিয়ে প্যাক ক্রয় করতে পারেন।
-প্রতিদিনের এসএমএস অফারগুলো ফলো করতে পারেন।
-মাইরবি অ্যাপ ইন্সটল করে মাই অফার ও স্পেশাল অফার কিনতে পারেন।
উপরের অফারগুলো রেগুলার অফারের চেয়ে কম রেটে পাওয়া যায়।
১৩ জিবি ইন্টারনেট ১৯৮ টাকা মেয়াদ ৭ দিন।
র্তাবলী
ডেটা ভলিউম ২জি/৩জি/৪জি নেটওয়ার্ক পরিবেশে ব্যবহার করা যাবে
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#।
প্রিপেইড গ্রাহকরা উপরের সকল কম্বো প্যাক কিনতে পারবেন।
শুধুমাত্র প্রিপেইড রবি গ্রাহকরা রিচার্জের মাধ্যমে ডেটা প্যাক কিনতে পারবেন। প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকই ইউএসএসডি কোড ডায়াল করে ডেটা প্যাক কিনতে পারবেন।
স্ক্র্যাচ কার্ডের জন্য, অনলাইন রিচার্জ প্রযোজ্য নয়। এই প্যাকগুলো শুধুমাত্র মোবাইল ব্যালেন্সের মাধ্যমে অনলাইনে কেনাকাটার জন্য প্রযোজ্য।