স্কলারশিপ সার্কুলার

437 viewsEducation

Scholarship হল উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের দেওয়া আর্থিক সহায়তার একটি রূপ। সাধারণ একাডেমিক যোগ্যতা, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি, ক্রীড়া দক্ষতা এবং আর্থিক প্রয়োজনের মতো মানদণ্ডের সেটের উপর ভিত্তি করে Scholarship বা বৃত্তি প্রদান করা হয়।

Scholarship for Bangladeshi students

Scholarship for Bangladeshi students
Scholarship for Bangladeshi students

শর্ত সাপেক্ষে যে কেউ অনলাইনের মাধ্যমে পূরণ করে আবেদন করতে পারেন।স্কলারশিপের আবেদনের সময়সীমা আপ-টু-ডেট থাকলে এবং স্কলারশিপটি জাতীয় ছাত্র, আন্তর্জাতিক ছাত্র বা উভয়ের জন্য উন্মুক্ত হলে আপমি ও আবেদন করতে পারবেন।

careerbd Answered question September 5, 2023
Write your answer.

4 Answers

সুইজারল্যান্ডের লুজন ইউনিভার্সিটি বৃত্তি

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুজন (ইউএনআইএল) মাস্টার্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী বাংলাদেশি প্রার্থীরাও এই প্রোগ্রামে ভর্তিতে আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ১ নভেম্বরের মধ্য আবেদন করতে হবে।

সুযোগ–সুবিধাঃ
* মাসে ১ হাজার ৬০০ সুইস ফ্রাঙ্ক। ১ সুইস ফ্রাঙ্ক সমান ১২৩ টাকা ৮৮ পয়সা ধরলে ১ লাখ ৯৮ হাজার ২০৮ টাকা (রোববার সন্ধ্যা হিসেবে)।
* বছরের ১০ মাস (১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই) পর্যন্ত দেওয়া হবে এ অর্থ।

আবেদনের যোগ্যতাঃ
* বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে সুইজারল্যান্ডের স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে;
* একাডেমিক ভালো ফল থাকতে হবে;
* ইংরেজি বা ফরাসি ভাষায় ন্যূনতম সি ১ লেভেলের ভাষাদক্ষতা থাকতে হবে।

আবেদনপদ্ধতিসহ বিস্তারিত তথ্যের জন্য https://www.unil.ch/international/en/home/menuinst/etudiants-internationaux/etudiantes-internationaux-reguliers/bourses-master-de-lunil.html এখানে ক্লিক করতে পারবেন আগ্রহীরা।

careerbd Answered question September 5, 2023

উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দেয় সিঙ্গাপুর সরকার। এর মধ্যে অন্যতম একটি বৃত্তি ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’। সিঙ্গা নামের এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের বিনা মূল্যে পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ আছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর।

* এককালীন ১০০০ সিঙ্গাপুর ডলার আবাসনে
* মাসে ২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার
* বিমানের টিকিটের জন্য ১ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার

সুযোগ-সুবিধাগুলো—
* শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতি মাসে ২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশি টাকায় ১ লাখ ৭৭ হাজার ২৯৫ টাকা।
* আবাসন ভাতা হিসাবে এককালীন ১ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার ৫০০ টাকা) প্রদান করবে।
* বিমানে আসা-যাওয়ার টিকিট পাবেন শিক্ষার্থীরা। এ জন্য ১ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার ৮৮২ টাকা।
*মেডিকেল ইনস্যুরেন্সসহ অন্যান্য সুবিধাও মিলবে এই বৃত্তিতে।

আবেদনের যোগ্যতাগুলো—    

* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
*আইএলটিএস/টোয়েফেল/স্যাট ১ ও ২-এর ফলের সনদ (যদি থাকে) ভর্তির সময়ে বিশ্ববিদ্যালয়গুলো চাইতে পারে।
* রেফারেন্স লেটার দুটি।

আবেদনের শেষ কবে
চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

careerbd Answered question August 25, 2023

নেদারল্যান্ডস বিনা মূল্যে স্নাতকোত্তর এবং বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ

নেদারল্যান্ডস বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্নাতকোত্তর এবং বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ দিচ্ছে। ‘অরেঞ্জ নলেজ প্রোগ্রাম-ওকেপি’ নামের এক স্কলারশিপের আওতায় বিদেশি শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় বিনা খরচে পড়ার সুযোগ পাবেন। এ স্কলারশিপে নানা কোর্সে ভর্তির জন্য অফার করা হয় শিক্ষার্থীদের। বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।

নেদারল্যান্ডসে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বৃত্তিতে অর্থায়ন করে। এ বৃত্তিতে সংক্ষিপ্ত কোর্সে মনোনয়ন পেলে ২ সপ্তাহ থেকে শুরু কবে ১২ মাস পর্যন্ত বৃত্তি মিলবে। আর মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি পেলে ১ থেকে ২ বছর পর্যন্ত বৃত্তি মিলবে।

আবেদনপ্রক্রিয়া:
আবেদনকারীকে প্রথমেই একটি কোর্স নির্বাচন করতে হবে। এরপর যে বিশ্ববিদ্যালয় পছন্দের কোর্স বা বিষয়টি অফার করেছে, সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন চলছে। আবেদন শেষ হবে আগামী ৫ সেপ্টেম্বর।

আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন।

careerbd Answered question August 17, 2023

কুয়েত ইউনিভার্সিটি স্কলারশিপ

কুয়েত ইউনিভার্সিটিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বৃত্তি সহ ভর্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য আবেদন করতে হবে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে।

আবেদনের যোগ্যতা, আবেদনপত্র এবং অন্যান্য যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে।

আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৩। নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র দূতাবাসের ৬ নম্বর কক্ষে জমা দিতে হবে।

বৃত্তি সহ ভর্তি যোগ্য অনুষদসমূহ:
কলেজ অব সায়েন্স

কলেজ অব লাইফ সায়েন্স

কলেজ অব আর্টস

বিস্তারিত জানতে যোগাযোগ
কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস: kuwait.mofa.gov.bd

ইমেইল: mission.kuwait@mofa.gov.bd অথবা bdoot@kems.net

ফোন: +965 23900913

careerbd Answered question August 11, 2023
Language »