স্কলারশিপ সার্কুলার
Scholarship হল উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের দেওয়া আর্থিক সহায়তার একটি রূপ। সাধারণ একাডেমিক যোগ্যতা, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি, ক্রীড়া দক্ষতা এবং আর্থিক প্রয়োজনের মতো মানদণ্ডের সেটের উপর ভিত্তি করে Scholarship বা বৃত্তি প্রদান করা হয়।
Scholarship for Bangladeshi students

শর্ত সাপেক্ষে যে কেউ অনলাইনের মাধ্যমে পূরণ করে আবেদন করতে পারেন।স্কলারশিপের আবেদনের সময়সীমা আপ-টু-ডেট থাকলে এবং স্কলারশিপটি জাতীয় ছাত্র, আন্তর্জাতিক ছাত্র বা উভয়ের জন্য উন্মুক্ত হলে আপমি ও আবেদন করতে পারবেন।
কুয়েত ইউনিভার্সিটি স্কলারশিপ
কুয়েত ইউনিভার্সিটিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বৃত্তি সহ ভর্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।
কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য আবেদন করতে হবে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে।
আবেদনের যোগ্যতা, আবেদনপত্র এবং অন্যান্য যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে।
আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৩। নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র দূতাবাসের ৬ নম্বর কক্ষে জমা দিতে হবে।
বৃত্তি সহ ভর্তি যোগ্য অনুষদসমূহ:
কলেজ অব সায়েন্স
কলেজ অব লাইফ সায়েন্স
কলেজ অব আর্টস
বিস্তারিত জানতে যোগাযোগ
কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস: kuwait.mofa.gov.bd
ইমেইল: mission.kuwait@mofa.gov.bd অথবা bdoot@kems.net
ফোন: +965 23900913