স্কলারশিপ সার্কুলার
Scholarship হল উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের দেওয়া আর্থিক সহায়তার একটি রূপ। সাধারণ একাডেমিক যোগ্যতা, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি, ক্রীড়া দক্ষতা এবং আর্থিক প্রয়োজনের মতো মানদণ্ডের সেটের উপর ভিত্তি করে Scholarship বা বৃত্তি প্রদান করা হয়।
Scholarship for Bangladeshi students

শর্ত সাপেক্ষে যে কেউ অনলাইনের মাধ্যমে পূরণ করে আবেদন করতে পারেন।স্কলারশিপের আবেদনের সময়সীমা আপ-টু-ডেট থাকলে এবং স্কলারশিপটি জাতীয় ছাত্র, আন্তর্জাতিক ছাত্র বা উভয়ের জন্য উন্মুক্ত হলে আপমি ও আবেদন করতে পারবেন।
নেদারল্যান্ডস বিনা মূল্যে স্নাতকোত্তর এবং বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ
নেদারল্যান্ডস বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্নাতকোত্তর এবং বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ দিচ্ছে। ‘অরেঞ্জ নলেজ প্রোগ্রাম-ওকেপি’ নামের এক স্কলারশিপের আওতায় বিদেশি শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় বিনা খরচে পড়ার সুযোগ পাবেন। এ স্কলারশিপে নানা কোর্সে ভর্তির জন্য অফার করা হয় শিক্ষার্থীদের। বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।
নেদারল্যান্ডসে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বৃত্তিতে অর্থায়ন করে। এ বৃত্তিতে সংক্ষিপ্ত কোর্সে মনোনয়ন পেলে ২ সপ্তাহ থেকে শুরু কবে ১২ মাস পর্যন্ত বৃত্তি মিলবে। আর মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি পেলে ১ থেকে ২ বছর পর্যন্ত বৃত্তি মিলবে।
আবেদনপ্রক্রিয়া:
আবেদনকারীকে প্রথমেই একটি কোর্স নির্বাচন করতে হবে। এরপর যে বিশ্ববিদ্যালয় পছন্দের কোর্স বা বিষয়টি অফার করেছে, সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন চলছে। আবেদন শেষ হবে আগামী ৫ সেপ্টেম্বর।
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন।