স্কলারশিপ সার্কুলার
Scholarship হল উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের দেওয়া আর্থিক সহায়তার একটি রূপ। সাধারণ একাডেমিক যোগ্যতা, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি, ক্রীড়া দক্ষতা এবং আর্থিক প্রয়োজনের মতো মানদণ্ডের সেটের উপর ভিত্তি করে Scholarship বা বৃত্তি প্রদান করা হয়।
Scholarship for Bangladeshi students

শর্ত সাপেক্ষে যে কেউ অনলাইনের মাধ্যমে পূরণ করে আবেদন করতে পারেন।স্কলারশিপের আবেদনের সময়সীমা আপ-টু-ডেট থাকলে এবং স্কলারশিপটি জাতীয় ছাত্র, আন্তর্জাতিক ছাত্র বা উভয়ের জন্য উন্মুক্ত হলে আপমি ও আবেদন করতে পারবেন।
সুইজারল্যান্ডের লুজন ইউনিভার্সিটি বৃত্তি
সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুজন (ইউএনআইএল) মাস্টার্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী বাংলাদেশি প্রার্থীরাও এই প্রোগ্রামে ভর্তিতে আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ১ নভেম্বরের মধ্য আবেদন করতে হবে।
সুযোগ–সুবিধাঃ
* মাসে ১ হাজার ৬০০ সুইস ফ্রাঙ্ক। ১ সুইস ফ্রাঙ্ক সমান ১২৩ টাকা ৮৮ পয়সা ধরলে ১ লাখ ৯৮ হাজার ২০৮ টাকা (রোববার সন্ধ্যা হিসেবে)।
* বছরের ১০ মাস (১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই) পর্যন্ত দেওয়া হবে এ অর্থ।
আবেদনের যোগ্যতাঃ
* বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে সুইজারল্যান্ডের স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে;
* একাডেমিক ভালো ফল থাকতে হবে;
* ইংরেজি বা ফরাসি ভাষায় ন্যূনতম সি ১ লেভেলের ভাষাদক্ষতা থাকতে হবে।
আবেদনপদ্ধতিসহ বিস্তারিত তথ্যের জন্য https://www.unil.ch/international/en/home/menuinst/etudiants-internationaux/etudiantes-internationaux-reguliers/bourses-master-de-lunil.html এখানে ক্লিক করতে পারবেন আগ্রহীরা।