বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট অনিশ্চিত
অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। শ্রীলঙ্কার দেওয়া শর্ত মেনে এ সিরিজ খেলা সম্ভব নয় বলে জানিয়েছে বিসিবি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এমনটা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন জানান, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না।
বাংলাদেশ জাতীয় দল, হাই পারফরমেন্স দল ও কোচিং স্টাফসহ মোট ৬৫ সদস্যের একটি দল লঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। দেশটি পৌঁছানোর পর কোয়ারেন্টাইন শেষে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। এরপর লঙ্কানদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচে অংশ নেয়ার কথা ছিল মুমিনুল হক নেতৃত্বাধীন দলটির।
তবে শ্রীলঙ্কার বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৩০ জনকে পাঠাতে।
নাজমুল হাসান পাপন বলেন, তাদের দেওয়া শর্ত অনুযায়ী এই মুর্হূর্তে শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব সম্ভব নয়।
লঙ্কানরা যদি প্রস্তাব না মানে তাহলে ঘরোয়া ক্রিকেট শুরু করে দেওয়ার চিন্তা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান।