টেক্সটাইল কলেজের ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর

112 views

মহামারির সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৭ জুলাইয়ের পরিবর্তে ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর।

বুধবার (১৪ জুলাই) বস্ত্র অধিদফতর সূত্রে এই তথ্য জানা গেছে। বস্ত্র অধিদফতরের অধীনে এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে।

Textile engineering college

অধিদফতর থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১ হাজার টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন।

ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হচ্ছে- চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুরের পীরগঞ্জের ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গোপালগঞ্জের শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

Write your answer.

0 Answers

Language »