uk scholarships
Uk scholarships for international students
uk scholarships
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে। বৃত্তির নাম ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’। বিনা মূল্যে পিএইচডি, এমএলিট বা এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ মিলবে এ বৃত্তি পেলে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে গত ৪ সেপ্টেম্বর থেকে। ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’-এ আগ্রহীদের আবেদন করতে হবে ১১ অক্টোবরের মধ্য।
যুক্তরাজ্যের গেটস কেমব্রিজ ইউনিভার্সিটি স্কলারশিপ ২০০০ সালের অক্টোবরে যাত্রা শুরু করে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস (এখন সাবেক) ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ নামের একটি ফাউন্ডেশন করেন। সেখান থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে ২২০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়া হয়।
এ বৃত্তির সুযোগ-সুবিধাসমূহ:
টিউশন ফি লাগবে না। এর সঙ্গে অতিরিক্ত ভাতা পাবেন শিক্ষার্থীরা।
পুরো বছরের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে ২০ হাজার পাউন্ড পাবেন শিক্ষার্থীরা। ১ পাউন্ড সমান ১৩৯.৫৪ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ ৯০ হাজার ৭৬৪ টাকা মিলবে। পিএইচডি শিক্ষার্থীদের জন্য এ সুযোগ চার বছর পর্যন্ত মিলবে।
উড়োজাহাজের যাতায়াতের খরচ।
ভিসার ও ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার খরচ।
কেউ এ বৃত্তি পেলে বিভিন্ন কনফারেন্স ও কোর্সে অংশ নিতে ৫০০ থেকে ২ হাজার পাউন্ড পর্যন্ত পাবেন
পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য ১১ হাজার ৬০৪ পাউন্ড এবং দ্বিতীয় সন্তানের জন্য ১৬ হাজার ৫৪৮ পাউন্ড পাবেন এ বৃত্তি পেলে। স্ত্রী বা স্বামীর জন্য কোনো ভাতা বা অর্থ মিলবে না।
পিএইচডির অংশ হিসেবে ফিল্ড ওয়ার্কের সময় স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ।
মাতৃত্ব/পিতৃত্ব তহবিল।
আবেদনপ্রক্রিয়া: ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’–এর জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে https://www.gatescambridge.org/ এখানে ক্লিক করুন।