একাদশে ভর্তিতে আবেদন শুরু
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন অনলাইনে চলবে ২০ আগস্ট পর্যন্ত।
xi class admission

এবারও একাদশ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া চলবে লটারিতে। এবারও তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না।
অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবে। ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির পছন্দক্রম দেওয়া যাবে আবেদনে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে প্রকাশিত ফলাফলে।
বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
ফল প্রকাশঃ
প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ৫ সেপ্টেম্বর। এরপর ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় এবং ২৩ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তিন ধাপের ফল প্রকাশের পর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর একাদশ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া চলবে।
পলিটেকনিকে ভর্তির আবেদন শুরু
কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (পলিটেকনিক ইনস্টিটিউট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। প্রথম ধাপের আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার দুই ধাপে ভর্তিতে আবেদন করার সুযোগ দিচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড।
কারিগরি বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ আগস্ট থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেন্সি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং দুই বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি আবেদন অনলাইনে পূরণ করে ১৬০ টাকা ফি জমা দিতে হবে।
আবেদন ও ভর্তি নিশ্চায়নের সময়সীমা:
প্রথম পর্যায়: প্রথম পর্যায়ের আবেদন ৯ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে।
দ্বিতীয় পর্যায়: দ্বিতীয় পর্যায়ে আগামী ১৩ সেপ্টেম্বরে আবেদন শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়নের তারিখ ১৯ থেকে ২২ সেপ্টেম্বর।
চার বছর মেয়াদি কয়েক বিষয়ে আবেদন:
চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ টেক্সটাইল/ কৃষি/ ফিশারিজ এবং দুই বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্সে ৯ আগস্ট থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।
আবেদন যেভাবে:
আবেদনকারীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের www.bteb.gov.bd, http://www.bteb.gov.bd, www.btebadmission.gov.bd ও http://www.btebadmission.gov.bd বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে;
আবেদনপত্রের সব তথ্য যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে;
পছন্দের এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৫টি (পনেরো) টেকনোলজি/ ট্রেড/ স্পেশালাইজেশন পূরণ করা যাবে;
অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ১৬০ টাকা আবেদন ফি জমা দিতে হবে;
ভর্তি ও ক্লাস কবে?
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরে ভর্তি হতে হবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে।
ভিকারুননিসায় একাদশে ভর্তিতে আবেদন শুরু
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ২ হাজার ৫০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে এ কলেজে।
কোন বিভাগে কত আসনঃ
বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৫৭০, ইংরেজি ভার্সনে ৩০০, মানবিক বিভাগে ৩১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩২০ শিক্ষার্থীসহ মোট ২ হাজার ৫০০ শিক্ষার্থী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তির সুযোগ পাবে।
আবেদনের যোগ্যতাঃ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বাইরের—
বিজ্ঞান বিভাগের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জিপিএ–৫ থাকতে হবে;
ইংরেজি মাধ্যমের বিজ্ঞানের শিক্ষার্থীরা কেবল ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে;
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৪.৫ থাকতে হবে;
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৪ থাকতে হবে;
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে জিপিএ কত?
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও বাইরের শিক্ষার্থীদের ক্ষেত্রে—
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিপিএ–৪.৫ পেলে ব্যবসায় শিক্ষা বিভাগে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে যেতে জিপিএ–৪.০ পেতে হবে।
আবেদনপদ্ধতি ও শর্তঃ
শিক্ষার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে;
প্রত্যেক শিক্ষার্থীকে ন্যূনতম ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করতে হবে;
ভিকারুননিসার শিক্ষার্থীদের মধ্যে যারা এইচএসসিতে এ কলেজে ভর্তি হতে চায়, তাদের অবশ্যই প্রথম পছন্দ হিসেবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নির্বাচন করতে হবে;
আবেদন ফিঃ
অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ টেলিটক, বিকাশ, রকেট, নগদ, সোনালী ওয়েব, সোনালী ই–সেবা বা শিওরক্যাশের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে ঢাকা শিক্ষা বোর্ড থেকে মেধাতালিকা প্রকাশের পর সিলেকশন নিশ্চয়ন ফি হিসেবে ৩২৮ টাকা প্রদান করে প্রাথমিক নিশ্চায়ন শেষ করতে হবে।
আবেদন ও নিশ্চায়নের তারিখঃ
প্রথম পর্যায়ে আবেদন ও নিশ্চায়ন: ১০ আগস্ট শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়ন ৭ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে;
দ্বিতীয় পর্যায়ে আবেদন ও নিশ্চায়ন: ১২ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়নের তারিখ ১৭ ও ১৮ সেপ্টেম্বর;
তৃতীয় পর্যায়ে আবেদন ও নিশ্চায়ন: ২০ ও ২১ সেপ্টেম্বরে আবেদন করা যাবে। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়নের তারিখ ২৪ ও ২৫ সেপ্টেম্বর;
ভর্তি ও ক্লাস শুরু কবেঃ
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে কলেজের ভর্তি কার্যক্রম শেষ হবে। শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে ৮ অক্টোবর থেকে।
আবেদনপদ্ধতি, ভর্তি ফিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নটর ডেম কলেজে ভর্তিতে আবেদন শুরু
নটর ডেম কলেজে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু হয়েছে।আবেদন করা যাবে ১৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৩ হাজার ২৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে কলেজটিতে। আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের উচ্চতর গণিতসহ জিপিএ–৫ থাকতে হবে;
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৩ থাকতে হবে;
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৫ থাকতে হবে;
এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থী ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে না।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিপিএ–৪.৫ পেলে ব্যবসায় শিক্ষা বিভাগে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিকে যেতে জিপিএ–৩.৫ পেতে হবে।
আবেদন যেভাবে
প্রার্থীদের নটর ডেম কলেজের ndc.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে Admission মেনুতে যাবতীয় তথ্য প্রদান করে আবেদন করতে হবে।
পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তিতে আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের দুই দিনের মধ্যে কলেজে যোগাযোগ করতে হবে;
আবেদন ফি
অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ বিকাশের মাধ্যমে ৩৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
লিখিত পরীক্ষার বিষয়
এসএসসির সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি আবেদন করবে, তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছে, তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
বিজ্ঞানে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান;
ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান;
মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান;
আসনসংখ্যা
বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ১ হাজার ৮০০, ইংরেজি ভার্সন ৩০০, মানবিক বিভাগে ৪১০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।