Mobile check – অনেক সময় কেনার পর দেখা যায় স্মার্টফোন আসল নয়। বর্তমানে প্রায় সব দামী স্মার্টফোনেরই কপি বের হয়েছে। আর বাজারে নকলের ভীড়ে এখন আসলটা খুঁজে পাওয়াও মুশকিল। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনি আসল বা নকল স্মার্টফোনের পার্থক্য বুঝতে পারবেন।
Mobile check
যেকোনো বাজার থেকে কেনার সময় স্মার্টফোন আসল কিংবা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নিবন্ধিত কি না? তা যাচাই করে কিনুন। অন্যথায় সামান্য ভুলেই বন্ধ হয়ে যেতে পারে শখের ফোনটি। আবার বিটিআরসি নিবন্ধিত না হওয়ায় যেকোনো সময় সেটি বাতিল হয়ে যেতে পারে। তো আপনার স্মার্টফোনটি সংস্থা নিবন্ধিত কি না। কীভাবে জানবেন? চলুন জেনে নেয়া যাক-
-মোবাইল ফোন কেনার সময় মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২-তে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভারে নিবন্ধিত আছে কি না জানতে পারবেন।
-মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা ফোনে *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। বৈধ মোবাইল ফোন ক্রয়ে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।
Leave a Comment