Bangladesh Premier League BPL

338 viewsEventSportsCricket

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। সাত দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি মার্চ।

Bangladesh Premier League BPL

বিপিএল 2025 স্কোয়াড

ঢাকা ক্যাপিটালস : মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, থিসারা পেরেরা, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি, স্টিফেন এসকেনাজি, জনসন চার্লস, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ চৌধুরী রাহি, সাইম আইয়ুব, মির হামজা হটাক, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।

চিটাগং কিংস : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলী, উসমান খান, অ্যাঞ্জেলো ম্যাথিউস, হায়দার আলী, বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনল, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, আলি মোহাম্মদ, খান জাহান্দাদ, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেমস ফুলার, পাথুম নিসাঙ্কা, এবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নান্দ্রে বার্গার, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
সিলেট স্ট্রাইকার্স : তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জাকের আলী অনিক, জর্জ মানসি, পল স্টার্লিং, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, আরাফাত সানি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারী, রিস টোপলি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদউজ্জামান, নাহিদুল ইসলাম।

খুলনা টাইগার্স : নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, ওশান থমাস, মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরী, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।

রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, ইফতিখার আহমেদ, অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, সৌরভ নেত্রভালকার, স্টিভেন টেলর, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার।

দুর্বার রাজশাহী : এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির হোসেন, সাদ নাসিম, লেহেরু সামারকন, সানজামুল ইসলাম, মেহরাব হোসেন অহিন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।

skyfly Answered question December 30, 2024

Durbar Rajshahi vs Fortune Barishal, 1st Match
Shere Bangla National Stadium, Dhaka
Fortune Barishal won by 4 wkts

skyfly Answered question December 30, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Write your answer.
শিক্ষা
মাসিক হোস্টিং মাত্র ১৩০ টাকা !