খুচরা ব্যবসার ধারণা

  • Post category:Entrepreneur
  • Post last modified:December 15, 2023

যে সমস্ত দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান পাইকার বা অন্য কোন উৎস হতে পণ্য সংগ্রহ করে তা চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট বিক্রয় করে তাকে Retail Business বা খুচরা ব্যবসায় বলে।

Retail Business

এখানে আমরা খুচরা ব্যবসা কি, খুচরা ব্যবসার ধারণা, ভিবিন্ন রকম প্রচলিত খুচরা ব্যবসা, খুচরা ব্যবসার লাভ ও ভিবিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করবো।

খুচরা ব্যবসা কি ?

খুচরা ব্যবসায়ের প্রধান কাজ হলো পণ্য ক্রয় বা সংগ্রহ করা। ভোক্তাদের রুচি, পছন্দ ও চাহিদা অনুযায়ী উত্পাদক, আমদানিকারক, পাইকার ইত্যাদি বিভিন্ন উত্স হতে পণ্য ক্রয় বা সংগ্রহ করে ভোক্তার নিকট বিক্রি করা।

খুচরা ব্যবসার ধারণা

Retail Business
Retail Business

বিকাশ ও ফ্লেক্সিলোড বিজনেস

প্রয়োজনীয় কোডঃ

বিকাশঃ *247#

নগদঃ *167#

উপায়ঃ *268#

ইজিলোড(রবি ও এয়ারটেল) : *888*number*TK*pin#

ফ্লেক্সিলোড(জিপি): *222*number*TK*0*pin#

এসআর ডিল

বিকাশঃ প্রতিদিন ট্রানজেকশন মিনিমাম ২০০০

নগদঃ প্রতিদিন ট্রানজেকশন মিনিমাম ২০০০

উপায়ঃ প্রতিদিন ট্রানজেকশন মিনিমাম ৫০০

ইজিলোড(রবি ও এয়ারটেল) : প্রতিদিন ট্রানজেকশন মিনিমাম (রবি-২০০/এয়ারটেল বাধ্যতামূলক নয়)

ফ্লেক্সিলোড(জিপি): একদিন পর পর  ট্রানজেকশন মিনিমাম ২০০

You are currently viewing খুচরা ব্যবসার ধারণা
Retail Business

Leave a Reply