অনলাইন ক্লাস হোক বা অফিসের মিটিং এগুলোর জন্য মিনিমাম বড় ডিসপ্লে এবং ভালো মানের ক্যামেরার স্মার্টফোন দরকার হয়। যারা সাধ্যের মধ্যে সময়কে জয় করার নতুন গল্প লিখতে চান তাদের জন্য সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি আই৯৯।
২৮২ পিক্সেল ডেনসিটি এবং ৬.০৯ এইচডি প্লাস ভি নচ আইপিএস ডিসপ্লের এই হ্যান্ডসেটটিতে আছে লেটেস্ট এ্যান্ড্রয়েড ১০। ১.৬ গিগাহার্জ অক্টাকর প্রসেসরের সাথে আছে ২জিবি ডিডিআর ফোর র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। চমৎকার ক্যামেরার বড় ডিসপ্লে এবং ফোরজি কানেক্টিভিটির কারণে অনলাইন ক্লাস করা বা ক্লাস নেওয়া বা অফিসিয়াল মিটিং হবে আরও বেশি সাবলীল। মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।
৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা এবং ১৩+২ মেগাপিক্সেল এর ডুয়াল ব্যাক ক্যামেরা থাকছে সিম্ফনি আই৯৯ ফোনটিতে। ব্যাক ক্যামেরার এ্যাপারচার ১.৯ এবং ফ্রন্ট ক্যামেরার এ্যাপারচার ২.০। ক্যামেরার উল্ল্যেখযোগ্য মোডগুলো হলো ম্যানুয়াল, ওয়াটার মার্ক, এই আই, প্যানরোমা, টাইম ল্যাপস, বোকেহ, কম্পোজিশন লাইন, টাচিং ফটোগ্রাফি, স্মাইল শাটার, আডিও নোট, ফেস বিউটি, এইচডিআর, কিউ আর কোড, বার্স্ট, মিরর রিফলেকশন, ভলিউম কি ফাংশন, ফিঙ্গার ক্যাপচার, পিকচার সাইজ, কাউন্টডাউন ডিউরেশন এবং ফিল্টার্স।
আছে ৩৫০০ এমএএইচ এর লি পলিমার ব্যাটারি যা দিয়ে টুজি বা থ্রিজি নেটওয়ার্ক এ কথা বলা যাবে ২১ ঘণ্টা এবং ফোরজিতে ভিডিও কলিং হবে ৩.৫ ঘণ্টা। সবধরনের মাল্টিমিডিয়া সুবিধাসহ জি সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ছাড়াও এই হ্যান্ডসেটটিতে আছে মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেইস আনলক সুবিধা।
উল্ল্যেখযোগ্য অন্যান্য কিছু ফিচারের মধ্যে আছে স্ক্রীন রেকর্ডার, ডার্ক মোড, বোথ ক্যামেরা এ আই সিন রিকগনেশন, স্মার্ট কন্ট্রোল এবং স্মার্ট জেশচার। ক্যারিবিয়ান ব্লু, অ্যামাজন গ্রিন, আইরিশ পার্পল এবং পারশিয়ান ব্লু এই চারটি কালারের এই হ্যান্ডসেটটির দাম মাত্র ৬ হাজার ৯৯০ টাকা।
Related Posts
samsung galaxy m12 – শিগগিরই বাজারে কম দামি স্মার্টফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এম১২। সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রের সার্টিফিকেশন অথোরিটি এফসিসি লিস্টিংয়ে গ্যালাক্সি এম১২ দেখা গেছে। samsung galaxy m12 নতুন লিস্টিং থেকে জানা গেছে, গ্যালাক্সি এম১২ মডেলে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি থাকছে। এর আগে গুজব রটেছিল যে, এই ফোনে […]
Digital writing pad – শিশুদের জন্য পরিবেশ বান্ধব ও রেডিয়েশন মুক্ত ডিজিটাল রাইটিং প্যাড বাজারে নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার নাম দেওয়া হয়েছে ‘মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাড’। যা বাচ্চাদের পড়াশুনার হাতেখড়িতে যোগ করবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। তাদের শিক্ষার শুরুটা হবে প্রযুক্তিনির্ভর। Digital writing pad ওয়ালটনের নতুন এই পণ্যটিতে রয়েছে স্ক্রাচ রেজিস্টান্ট […]
Samsung galaxy A72 – ২০২১ সালের শুরুতেই নিজেদের গ্যালাক্সি এ সিরিজে নতুন স্মার্টফোন যোগ করতে চলেছে কোরিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। নতুন ওই মডেলের নাম দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৭২। কিছুদিন ধরেই এই স্মার্টফোনের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়ে চলেছে। Samsung galaxy A72 নতুন স্যামসাং গ্যালাক্সি এ৭২ স্মার্টফোনে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে, যার প্রাইমারি সেন্সর […]
Realme watch s pro – শীঘ্রই বাজারে আসছে চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমির ওয়াচ এস প্রো। সম্প্রতি এ তথ্য জানা গেছে। সম্প্রতি জার্মানির বার্লিনে আইএফএ ২০২০ ইভেন্টে রিয়েলমি তাদের নতুন ওয়াচ এস প্রো প্রদর্শন করে। এ সময় এই ওয়াচের বিশেষত্ব সম্পর্কে রিয়েলমি বিস্তারিত কিছু জানায়নি। তবে এটা জানা গেছে ডিভাইসটি শিগগিরই বাজারে আসবে। Realme watch s […]