ক্রিকেটে ফিরলেন ডি কক

ক্রিকেটে ফিরলেন ডি কক ! ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর দুই বছর পর অবসর ভেঙে আবার এই সংস্করণে দেশের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন কুইন্টন ডি কক।

ক্রিকেটে ফিরলেন ডি কক

আগামী মাসের পাকিস্তান সফরের জন্য সোমবার দুই কিপার-ব্যাটারকে নিয়েই ওয়ানডে ও টি ২০ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলবে প্রোটিয়ারা। এর আগে নামিবিয়ার বিপক্ষে একটি টি ২০ খেলবে তারা। সেই ম্যাচের দলেও আছেন ৩২ বছর বয়সি ডি কক। পায়ের পেশির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন আইডেন মার্করাম। সব সংস্করণে খেলা ক্রিকেটারদের মধ্যে কর্বিন বশ ও ডেওয়াল্ড ব্রেভিস ছাড়া বাকিদের সাদা বলের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। পাকিস্তান সফরে তাই টি ২০র নেতৃত্বে থাকবেন ডেভিড মিলার ও ওয়ানডেতে ম্যাথু ব্রিটস্কি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণকে বিদায় জানান ডি কক। এর বছরদেড়েক আগে অবসর নেন টেস্ট থেকে। ২০২৪ টি ২০ বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। টি ২০ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় ডি ককের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন সবাই। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ ছন্দে থাকায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলানোর ভাবনায় তাকে দলে ফেরানোর উদ্যোগ নেন দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচ শুক্রি কনরাড। আলোচনা সফল হওয়ায় অবসর ভেঙে কাল দলে ফিরলেন ডি কক। ১৫৫ ওয়ানডেতে ২১টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি আছে এই তারকা ব্যাটারের। ৯২ টি ২০তে আছে একটি সেঞ্চুরি ও ১৬টি ফিফটি।