বাংলালিংক নাম্বার চেক করার কোড কি ?
নিজের মোবাইল নম্বর জানতে অ্যান্ড্রয়েড ফোনে সেটিংসে গিয়ে ‘About Device’ বা ‘About Phone’ অপশনে ‘Status’ বা ‘SIM card status’ থেকে নম্বরটি দেখতে পারেন। এছাড়া, আপনার মোবাইল অপারেটরের জন্য নির্ধারিত USSD কোড ডায়াল করে অথবা অন্য কোনো পরিচিত নম্বরে ফোন করে নম্বরটি জেনে নিতে পারেন।