আনুশকা কি বলিউড ছেড়েছেন?

আনুশকা কি বলিউড ছেড়েছেন?

আনুশকা কি বলিউড ছেড়েছেন?
আনুশকা কি বলিউড ছেড়েছেন?
আনুশকা কি বলিউড ছেড়েছেন?
আনুশকা কি বলিউড ছেড়েছেন?
আনুশকা কি বলিউড ছেড়েছেন?
আনুশকা কি বলিউড ছেড়েছেন?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতির মেয়ে ভামিকার পঞ্চম জন্মদিন ছিল রোববার (১১ জানুয়ারি)। তার জন্মদিনে আনুশকা পুনরায় সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন। জানিয়েছেন, মাতৃত্ব কীভাবে তার জীবনকে পাল্টে দিয়েছে।

২০২১ সালের ১১ জানুয়ারি মেয়ে ভামিকাকে জন্ম দিয়েছিলেন আনুশকা শর্মা। তারপর থেকেই কার্যত নিজের কাছ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। স্বামী এবং সংসার— এই দুটি মিলেই এখন আনুশকার জীবন।

মাতৃত্বের পর নিজের পরিবর্তিত জীবনের কথা উল্লেখ করে সামাজিক মাধ্যমের একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন—মাতৃত্বকে তোমায় বদলে দিতে দাও, তোমার এই নতুন রূপের দায়িত্ব নাও তুমি। পুরোনো জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাচ্চাদের সঙ্গে নতুন জীবনের মজা নাও। ক্লান্ত চোখ এবং একটি পরিপূর্ণ হৃদয়, যার কথা কখনো কেউ উল্লেখ করেনি, সেই জীবন তোমার জন্য অপেক্ষা করছে।

এ পোস্টের মাধ্যমেই যে নিজের অভিনয়জীবনের অবসর ঘোষণা করে দিলেন আনুশকা, সেটি মোটামুটি অনুমান করেছেন তার ভক্ত-অনুরাগীরা।

বেশ কয়েক মাস বিদেশে থাকার পর গত বছরের ডিসেম্বরে ভারতে ফিরে আসেন আনুশকা শর্মা। লিওনেল মেসির সঙ্গে দেখা করার পাশাপাশি একটি ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিলেন বিরাট, সঙ্গে ছিলেন আনুশকাও।

আনুশকা চিরকাল এমন একটি জীবন চেয়েছিলেন যেখানে তিনি তার স্বামী এবং সন্তানকে নিয়ে সুখে সংসার করবেন। একটু ব্যস্ততম জীবনের থেকে তিনি এমন একটি জীবন সবসময় বেছে নেওয়ার কথা বলেছিলেন, যেখানে থাকবে না কোনো ব্যস্ততা, শুধুই সন্তানদের সময় দিতে পারবেন তিনি। আর সেই স্বপ্নপূরণই করেছেন আনুশকা।


Discover more from CAREERBD

Subscribe to get the latest posts sent to your email.