ক্রিপ্টো ট্রেডিং একাউন্ট নিরাপদ রাখতে করণীয় কি ?

165 views
0

বর্তমানে একাধিক ট্রেডিং প্ল্যাটফর্ম ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করার সুবিধা প্রদান করছে। কিন্তু, এই প্ল্যাটফর্মটির মাধ্যমে ইনভেস্ট করার ক্ষেত্রেও সুরক্ষার উপর বাড়তি নজর দেওয়া উচিত। কীভাবে নিজের বিনিয়োগ কে সুরক্ষিত রাখবেন জেনে নিন।

Trading Accounts Safety Tips

ক্রিপ্টোকারেন্সি বর্তমানে ইনভেস্টরদের দুনিয়ায় কার্যত একটি নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। বিনিয়োগকারীদের একটি বড় অংশ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে বিশেষভাবে পছন্দ করছেন। রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে বিটকয়েন। এমনকি একাধিক অল্টকয়েনেও চমকপ্রদ পারফর্ম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু, ক্রিপ্টো ইনভেস্টরদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।নিজের ট্রেডিং অ্যাকাউন্টকে নিরাপদে রাখতে লগ্নিকারীদের বেশ কিছু বিষয়ের উপর বাড়তি গুরুত্ব প্রদান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।বিশেষজ্ঞদের সুপারিশ করা কয়েকটি সেফটি টিপস-

1. নিজের অ্যাকাউন্টের জন্য সর্বদা একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। এটি অ্যাকাউন্টের সুরক্ষা মজবুত করে। 123456789 –এর মতো সংখ্যা, জন্মদিনের তারিখ বা স্কুলের নামের মতো বিষয় পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করলে হ্যাকাররা সহজেই অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যেতে পারেন। সেই কারণেই পাসওয়ার্ড যতটা সম্ভব শক্তিশালী রাখা উচিত। আপনার পাসওয়ার্ড আর কাউকে জানাবেন না। যদি আপনার মনে হয় অন্য কেউ আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে, তাহলে অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।

2. 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় করে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন। এই ফিচারটি সর্বদাই অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষিত রাখতে সহায়তা করে। টু ফ্যাক্টর অথেনন্টিকেশনের ফিচারটি অন করা থাকলে অন্য কোনও ব্যক্তির পক্ষে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়ার বিষয়টি কঠিন হতে উঠতে পারে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন না থাকলে সেটি দ্রুত অন করে নিন।

3. একটি শক্তিশালী উইথড্রয়াল পাসওয়ার্ড প্রদান করুন। অবশ্যই এটি যেন আপনার লগইন পাসওয়ার্ডের থেকে আলাদা হয়, সেই বিষয়টি নিশ্চিত করুন। এই বিষয়টি আপনার ফান্ড সুরক্ষিত রাখতে বাড়তি সহায়তা করবে। যদি কেউ আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যায়, তাহলেও তাঁর জন্য ফান্ড তোলার বিষয়টি কঠিন হবে। ভিন্ন উইথড্রল পাসওয়ার্ড রাখার অর্থ হল হ্যাক হলেও কেউ আপনার ক্রিপ্টো অন্য কোনও ঠিকানায় পাঠাতে পারবে না।

SkyFly Answered question September 24, 2025
0

নামী হার্ডওয়্যার ওয়ালেটে ব্যক্তিগত কী সংরক্ষণ করলে অনলাইন হুমকি এবং হ্যাকিং প্রচেষ্টা থেকে ক্রিপ্টোকারেন্সি রক্ষা করা সম্ভব। নিয়মিত ডিভাইস আপডেট করা এবং দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ সক্ষম করা ক্রিপ্টো ব্যবসায়ীরা তাদের ক্রিপ্টো হোল্ডিংগুলির নিরাপত্তা বাড়ানোর একটি সাধারণ উপায়।

SkyFly Answered question September 24, 2025
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Write your answer.
Close
JOBS
About us
Privacy Policy
DMCA
Disclaimer
Contact