অয়েলি স্কিন দূর করার উপায় কি
- নিয়মিত পরিষ্কার: দিনে দুইবার (সকালে ও রাতে) এবং ঘাম হলে হালকা, ফোমিং ক্লিনজার দিয়ে মুখ ধোবেন। অতিরিক্ত ঘষাঘষি করবেন না।
- ময়েশ্চারাইজার ব্যবহার: তৈলাক্ত হলেও ত্বককে আর্দ্র রাখতে হবে। ‘অয়েল-ফ্রি’, ‘নন-কমেডোজেনিক’ এবং হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- সানস্ক্রিন: প্রতিদিন জল-ভিত্তিক সানস্ক্রিন ব্যবহার করুন।
- টোনার: পিএইচ ভারসাম্য বজায় রাখতে এবং তেল নিয়ন্ত্রণে সাহায্য করে এমন টোনার ব্যবহার করতে পারেন।
Discover more from CAREERBD
Subscribe to get the latest posts sent to your email.