বাংলালিংক কাস্টমার কেয়ার
বাংলালিংক কাস্টমার কেয়ারের জন্য আপনি সরাসরি কল করতে চাইলে +8801911304121 নম্বরে যোগাযোগ করতে পারেন, এছাড়া MyBL অ্যাপ ব্যবহার করতে পারেন , অথবা BL লিখে 2273 নম্বরে এসএমএস করতে পারেন।
Banglalink customer care number
আপনি চাইলে ই-মেইল করতে পারেন “info@banglalink.net” এই আড্রেসে , অথবা তাদের গুলশানের প্রধান কার্যালয়ে যেতে পারেন (Tiger’s Den, Gulshan 1, Dhaka)।
বিভিন্ন উপায়ে যোগাযোগ:
- MyBL অ্যাপ: অ্যাপের ‘স্টোর লোকেটর’ অপশন থেকে নিকটস্থ কাস্টমার কেয়ার খুঁজে বের করুন।
- SMS: ‘BL’ লিখে 2273 নম্বরে পাঠান নিকটস্থ স্টোরের ঠিকানা পেতে।
- ফোন কল: সরাসরি সাপোর্টের জন্য +8801911304121 নম্বরে কল করুন।
- ই-মেইল: info@banglalink.net-এ ই-মেইল করুন।
- সরাসরি পরিদর্শন: গুলশানের ‘Tiger’s Den’-এ অবস্থিত প্রধান কার্যালয়ে যেতে পারেন।
আপনি কী সেবা পেতে পারেন:
- সিম সংক্রান্ত সেবা (যেমন SIM Replacement, নতুন নম্বর)।
- ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) সংক্রান্ত তথ্য ও সহায়তা।
- অফার ও প্ল্যান সম্পর্কে জানা।
- VOLTE চালু করা বা অন্যান্য টেকনিক্যাল সহায়তা।
নিচে বাংলালিংক এর কিছু সংক্ষিপ্ত কোড দেয়া হলো যেগুলো জানা খুব প্রয়োজন।
নম্বর চেক: *511#
মোবাইল ব্যালেন্স চেক: *124#
ইন্টারনেট ব্যালেন্স চেক: *5000 *500# অথবা *124 *3#
মিনিট চেক: *121 *100#
এসএমএস প্যাক চেক: *121 *100#
এমএমএস চেক: 1242#
বাংলালিংক কাস্টমার কেয়ার নম্বর: ১২১
এছাড়া যেকেউ বাংলালিংক ওয়েবসাইট banglalink.net এ গিয়ে তাদের সাথে লাইভ চ্যাট করে সমস্যা সমাধান করে নিতে পারেন।
Discover more from CAREERBD
Subscribe to get the latest posts sent to your email.