বাংলালিংক কাস্টমার কেয়ার

1.42K viewsSIMBDBanglalink
0

বাংলালিংক কাস্টমার কেয়ারের জন্য আপনি সরাসরি কল করতে চাইলে +8801911304121 নম্বরে যোগাযোগ করতে পারেন, এছাড়া MyBL অ্যাপ ব্যবহার করতে পারেন , অথবা BL লিখে 2273 নম্বরে এসএমএস করতে পারেন।

Banglalink customer care number

Banglalink customer care number
Banglalink customer care number

আপনি চাইলে ই-মেইল করতে পারেন “info@banglalink.net” এই আড্রেসে , অথবা তাদের গুলশানের প্রধান কার্যালয়ে যেতে পারেন (Tiger’s Den, Gulshan 1, Dhaka)। 

বিভিন্ন উপায়ে যোগাযোগ:

  • MyBL অ্যাপ: অ্যাপের ‘স্টোর লোকেটর’ অপশন থেকে নিকটস্থ কাস্টমার কেয়ার খুঁজে বের করুন।
  • SMS: ‘BL’ লিখে 2273 নম্বরে পাঠান নিকটস্থ স্টোরের ঠিকানা পেতে।
  • ফোন কল: সরাসরি সাপোর্টের জন্য +8801911304121 নম্বরে কল করুন।
  • ই-মেইল: info@banglalink.net-এ ই-মেইল করুন।
  • সরাসরি পরিদর্শন: গুলশানের ‘Tiger’s Den’-এ অবস্থিত প্রধান কার্যালয়ে যেতে পারেন। 

আপনি কী সেবা পেতে পারেন:

  • সিম সংক্রান্ত সেবা (যেমন SIM Replacement, নতুন নম্বর)।
  • ভ্যালু অ্যাডেড সার্ভিস (VAS) সংক্রান্ত তথ্য ও সহায়তা।
  • অফার ও প্ল্যান সম্পর্কে জানা।
  • VOLTE চালু করা বা অন্যান্য টেকনিক্যাল সহায়তা। 

নিচে বাংলালিংক এর কিছু সংক্ষিপ্ত কোড দেয়া হলো যেগুলো জানা খুব প্রয়োজন।
নম্বর চেক: *511#
মোবাইল ব্যালেন্স চেক: *124#
ইন্টারনেট ব্যালেন্স চেক: *5000 *500# অথবা *124 *3#
মিনিট চেক: *121 *100#
এসএমএস প্যাক চেক: *121 *100#
এমএমএস চেক: 1242#
বাংলালিংক কাস্টমার কেয়ার নম্বর: ১২১

এছাড়া যেকেউ বাংলালিংক ওয়েবসাইট banglalink.net এ গিয়ে তাদের সাথে লাইভ চ্যাট করে সমস্যা সমাধান করে নিতে পারেন।


Discover more from CAREERBD

Subscribe to get the latest posts sent to your email.

SkyFly Changed status to publish
Write your answer.
Close
JOBSBD
INFOBD
PORTAL
FORUM