রবি সিমে ইজিলোড করার নিয়ম কি?
যারা রবি সিম ব্যবহার করেন তারা বিভিন্ন উপায়ে ইজিলোড করে থাকেন।ইজিলোডের দোকান থেকে লোড করার পাশাপাশি বিভিন্ন মোবাইল ব্যাংকিং সার্ভিস, থার্ড পার্টি এপস ও প্রচলিত ব্যাংকিং সেবা থেকে ও ইজিলোড করে থাকেন।
রবি সিমে ইজিলোড করার নিয়ম

ইজিলোড এর দোকানদার বা ব্যবসায়ীরা কিভাবে লোড দে সেটা আমরা এখন দেখবো। সাদারনত দোকান্দাররা একটি USSD কোড ডায়াল করে লোড দিয়ে থাকে।
রবি সিমে ইজিলোড করার নিয়ম
কোডটি হলঃ
*৮৮৮*ফোন নাম্বার*টাকা*পিন নাম্বার#
তারপর লোডের সিমের কল বাটন ক্লিক করলে রিচার্জ হয়ে যাবে।
নোটঃ
-ফোন নাম্বার এর জায়গায় যে নাম্বারে রিচার্জ দিতে হবে সেই নাম্বার লিখতে হবে।
-টাকার জায়গায় রিচার্জ এর টাকার পরিমাণ লিখতে হবে।
-পিন নাম্বার এর জায়গায় লোদের সিমের গোপন পিন নাম্বার দিতে হবে।
রবি সিমে ইজিলোড করতে মোবাইল ব্যাংকিং, ব্যাংক এটিএম, বা রবি অ্যাপ ব্যবহার করা যেতে পারে। একটি সাধারণ পদ্ধতি হল *১২৩# ডায়াল করে উপায়-এর মাধ্যমে রিচার্জ করা। এছাড়াও, Eastern Bank Limited (EBL) এটিএম থেকে রবি ইজিলোড করা যায়, যেখানে “অন্যান্য সার্ভিস” থেকে “বিলস ও পেমেন্ট” এবং এরপর “টেলিকম” মেন্যুতে গিয়ে “রবি” নির্বাচন করতে হবে।
[…] Source link […]