এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন এবং লগিন
NID অ্যাকাউন্ট হলো বাংলাদেশ সরকারের একটি অনলাইন সেবা যা নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবস্থাপনা ও যাচাই করার সুবিধা দেয়। এনআইডি অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি আপনার নিজের পরিচয় সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন, যেমন এনআইডি সংশোধন, নতুন ভোটার নিবন্ধন, বা পরিচয়পত্রের অনুলিপি ডাউনলোড করা।
এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন এবং লগিন
এনআইডি সেবাসমূহ পেতে গেলে সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ সরকারের এনআইডি ওয়েবসাইটে একটি একাউন্ট করে নিতে হবে।
এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া
- জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইট এ যান।
- “রেজিস্ট্রেশন” অপশনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করুন, যেমন আপনার এনআইডি নম্বর, জন্ম তারিখ, এবং ফোন নম্বর।
- মোবাইলে একটি OTP (One-Time Password) পাঠানো হবে, যা দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
- একটি ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করুন, যা দিয়ে আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।
এনআইডি একাউন্ট লগিন
-
- লগিন অপশনে ইউজারনেম/এনআইডি নম্বর: আপনার এনআইডি নম্বর বা অ্যাকাউন্ট তৈরির সময় সেট করা ইউজারনেম দিন।পাসওয়ার্ড এর ঘরে আপনার সেট করা পাসওয়ার্ড টাইপ করুন।
- প্রদর্শিত ক্যাপচা কোডটি ঠিকমতো পূরণ করুন।
- সব তথ্য ঠিকভাবে পূরণ করার পর “লগইন” বাটনে ক্লিক করুন।
কোন সমস্যা না থাকলে আপনার একাউন্ট এ লগিন হয়ে যাবে।
পরামর্শঃ
- পাসওয়ার্ড ও ইউজারনেম নিরাপদে রাখুন এবং অন্য কারো সাথে শেয়ার করবেন না।
- তথ্য সঠিকভাবে পূরণ করার চেষ্টা করুন যাতে লগইন সমস্যা এড়ানো যায়।
লগইন সমস্যা হলে করণীয়ঃ
এনআইডি পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
কোন কারনে আপনি আপনার এনআইডি একাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেলে তা খুব সহজে রিসেট করে নতুন পাসওয়ার্ড দিতে পারেন। এজন্য আপনাকে লগিন অপশনের পাশে থাকা “Forgot Password” অপশনে ক্লিক করে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর বা ইমেইলে নতুন পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে।
অ্যাকাউন্ট ব্লক বা লক হয়ে গেলে করণীয়
ভুল তথ্য একাধিকবার প্রবেশ করলে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক হতে পারে।
কি কি ভুল করলে NID Account Locked হতে পারেঃ
- রেজিস্ট্রেশনের সময় পরপর ৩ বার ভুল NID নম্বর, জন্ম তারিখ বা ভুল ঠিকানা দিলে;
- একাউন্টে লগইনের সময় পর পর ৩ বার আইডি নম্বর বা পাসওয়ার্ড ভুল করলে।
এনআইডি একাউন্ট লক হলে করণীয়:
এনআইডি একাউন্ট লক হলে আপনাকে এনআইডি হেল্পলাইন ১০৫ নম্বরে কল করে একাউন্ট লক খুলে দেয়ার অনুরোধ করতে হবে। কাস্টমার কেয়ার প্রতিনিধিকে আপনার এনআইডি নম্বর ও নাম জানিয়ে একাউন্ট লক হওয়ার বিষয়টি জানান।
এনআইডি একাউন্ট লক হলে, ৩টি উপায়ে এই সমস্যার সমাধান করতে পারবেন:
- ৭ দিন অপেক্ষা করে;
- NID Help Center 105 নাম্বারে কল করে;
- উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে।
NID Account Locked সমস্যাটি সাময়িক। এনআইডি অ্যাকাউন্ট লক হওয়ার ৭ দিন পর স্বয়ংক্রীয়ভাবে আনলক হয়ে যায়। তবে এই ৭ দিন, আপনার এনআইডি একাউন্টে প্রবেশের চেষ্টা করা যাবে না।
তাই, যদি আপনার জরুরী প্রয়োজন না থাকে, ৭ দিন একাউন্টে রেজিস্ট্রেশন বা লগইন করার চেষ্টা না করে অপেক্ষা করুন। তারপর, ৮/১০ দিন পর আবার চেষ্টা করুন। আর জরুরী প্রয়োজন হলে, এনআইডি হেল্পলাইনে কল করতে পারেন।
অথবা, আপনি যেই উপজেলায় ভোটার সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করুন। তারা আপনার একাউন্ট আনলক করে দিতে পারবেন। প্রয়োজনে আপনি একটি লিখিত আবেদন দিতে পারেন।
এনআইডি একাউন্ট নিরাপদ রাখার উপায়
NID Account নিরাপদ রাখার জন্য বা যাতে অ্যাকাউন্ট লক না হয়ে যায় তার জন্য একাউন্ট রেজিস্ট্রেশনের সময় একটি Strong Password সেট করুন। NID Account Register করার সময়, সঠিকভাবে NID/Form নম্বর ও জন্ম তারিখ দিন। লগইন করতে পাসওয়ার্ড সঠিকভাবে ও পুনরায় চেক করে লগইন করুন।
Password Set করার সময় কোন Username না দিলে আপনার NID Number টি অটোমেটিক ইউজার নেম হিসেবে সেট হবে। তাই পাসওয়ার্ড সেট করার সময় একটি ইউনিক Username এবং Password সেট করে নিলে সুবিধা। এতে কেউ আপনার আইডি নাম্বার দিয়ে একাউন্ট লগইন করতে পারবে না।
জাতীয় পরিচয় পত্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। ব্যাংক একাউন্ট, মোবাইল ব্যাংকিং সহ প্রায় সকল কাজেই আমাদের Identity হলো NID Card। যেহেতু, এনআইডির কোন সেবা পেতেই প্রয়োজন হয় NID Account, তাই এটি নিরাপদ রাখা অত্যন্ত প্রয়োজন।
আপনার কোন ডায়েরীতে, এনআইডি একাউন্টের Username এবং Password টি লিখে নিরাপদ রাখুন। ভবিষ্যতে কোন প্রয়োজনে যেন অসুবিধায় পড়তে না হয়।